LPG Subsidy: রান্নার গ্যাসে ২০০ টাকা ভর্তুকি ! কীভাবে দেখবেন এসেছে কি না ?
LPG Cylinder Subsidy Status Check: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক হ্রাসের ঘোষণা করেছে আগেই।
LPG Cylinder Subsidy Status Check: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক হ্রাসের ঘোষণা করেছে আগেই। পাশাপাশি উজ্জ্বলা স্কিমের সুবিধাভোগীদের ২০০ টাকা অতিরিক্ত ভর্তুকির ঘোষণা করেছে কেন্দ্র। সেই ক্ষেত্রে আপনি এই স্কিমের সুবিধাভোগী হলে ঘরে বসেই সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা আসছে কিনা তা দেখে নিতে পারবেন। জেনে নিন কীভাবে দেখবেন ভর্তুকির টাকা।
LPG Subsidy: কীভাবে ভর্তুকির টাকা এসেছে কি না দেখবেন ?
১ এর জন্য প্রথমে www.mylpg.in এ ক্লিক করুন।
২ ডান পাশে আপনি গ্যাস সিলিন্ডারের ছবি দেখতে পাবেন। ৩ এখানে ক্লিক করুন।পরবর্তী পরিষেবা প্রদানকারী কোম্পানিতে ক্লিক করুন।
৪ এখানে একটি নতুন উইন্ডো খুলবে, এতে ক্লিক করুন।
৫ এখানে আবার Sign In ও New User এর অপশন আসবে। এতে ক্লিক করুন।
৬ যদি আইডি রক্ষণাবেক্ষণ করা হয় তবে সাইন ইন এ ক্লিক করুন, অন্যথায় 'নিউ ইউজার'-এ ক্লিক করুন।
৭ এরপরে আপনার সামনে ভিউ সিলিন্ডার বুকিং হিস্ট্রিতে ক্লিক করুন।
৮ এখানে আপনি কোন সিলিন্ডারে কত ভর্তুকি পেয়েছেন তা দেখে নিতে পারবেন।
৯ আপনি যদি ভর্তুকি না পেয়ে থাকেন তাহলে Feedback অপশনে ক্লিক করুন।
১০ যদি আপনি ভর্তুকি না পান, তাহলে এখানে অভিযোগও করতে পারেন।
১১ আপনি 18002333555 টোল ফ্রি নম্বরে ফোন করেও আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
LPG Gas Cylinder: বদলেছে পরিস্থিতি
একটা সময় ছিল যখন গ্রামে কেবল কয়েকটি বাড়িতেই এলপিজি সিলিন্ডারের সুবিধা দেওয়া হত। যদিও বর্তমানে বদলেছে পরিস্থিতি। সময়ের সঙ্গে সঙ্গে এলপিজি সিলিন্ডার পৌঁছে গেছে ঘরে ঘরে। বর্তমানে দেশে গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে জনগণকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে সরকার। এই ভর্তুকির ফলে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে দেশবাসী। জানেন এলপিজি সিলিন্ডারে এই ভর্তুকি নেওয়ার নিয়ম।
LPG Subsidy: ভর্তুকি বন্ধ করার কারণ
অনেক সময় অনেক সুবিধাভোগীর ভর্তুকি বন্ধ হয়ে যায়। মনে রাখবেন, আপনি যদি এই স্কিমের জন্য যোগ্য না হন, তাহলে আপনার ভর্তুকি (এলপিজি ভর্তুকি) বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি, এলপিজি সংযোগ আধারের সঙ্গে যুক্ত না হলেও ভর্তুকি বন্ধ হতে পারে।