PNB News Update: ১৫ জানুয়ারি থেকে ব্যাঙ্কে নতুন নিয়ম, টান পড়বে পকেটে !
PNB New Charges: আগামী ১৫ জানুয়ারি থেকে ব্যাঙ্কের পরিষেবা চার্জ বাড়ছে। অন্তত তেমনই ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
Punjab National Bank (PNB): এই ব্যাঙ্কে টাকা থাকলে বাড়তে চলছে আরও খরচ। আগামী ১৫ জানুয়ারি থেকে ব্যাঙ্কের পরিষেবা চার্জ বাড়ছে। অন্তত তেমনই ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
PNB News Update: ন্যূনতম ব্যালেন্স ব্যাঙ্কের নতুন পরিষেবা চার্জ অনুসারে মেট্রো অঞ্চলে ত্রৈমাসিক গড় ব্যালেন্স (QAB) বাড়িয়ে ১০,০০০টাকা করা হয়েছে। এই টাকা রাখতেই হবে ব্যাঙ্কে। আগে এই সীমা ছিল ৫০০০ টাকা। সম্প্রতি নোটিশ জারি করেছে ব্যাঙ্ক।
PNB New Charges: অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে ?
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওয়েবসাইটে বলা হয়েছে, অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখলে গ্রামীণ এলাকায় ত্রৈমাসিক চার্জ ৪০০ টাকা কেটে নেওয়া হবে। একইভাবে শহর ও মেট্রো এলাকায় এই চার্জের পরিমাণ ৬০০ টাকা রাখা হয়েছে।
PNB News Update: ব্যাঙ্ক লকার চার্জ PNB গ্রাম, আধা-শহর (SU),শহর ও মেট্রো শহরে ব্যাঙ্কের লকার চার্জও বাড়িয়েছে। শহরাঞ্চলে লকারের মূল্য ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
ইতিমধ্যেই গ্রাহকদের কাছে সেই খবর পৌঁছে দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
PNB New Charges: ব্যাঙ্ক লকার দেখতে লাগবে টাকা ! ব্যাঙ্কের নতুন নিয়ম বলছে, ১৫ জানুয়ারি থেকে ব্যাঙ্কের লকারে বিনামূল্যে যাওয়ার সংখ্যা কমিয়ে ১২ করা হয়েছে। এরপরও কেউ লকার দেখতে গেলে প্রতি বার ১০০ টাকা করে নেওয়া হবে। এর আগে প্রতি বছর বিনামূল্যে লকার দেখার সংখ্যা ছিল ১৫। এবার যা আরও কমানো হল।
Bank New Charges: কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে ঘোষণা
এবার থেকে কারেন্ট অ্যকাউন্ট খোলার ১৪ দিনের মধ্যে তা বন্ধ না করলে ৮০০ টাকা জরিমানা দিতে হবে। আগে এই জরিমানা ছিল ৬০০ টাকা। তবে কারেন্ট অ্যাকাউন্ট এক বছর পর বন্ধ করলে ব্যাঙ্ক কোনও টাকা কাটবে না।
Bank New Charges: সেভিং অ্যাকাউন্টে লেনদেনের ফি ১৫ জানুয়ারি থেকে PNB প্রতি মাসে বিনামূল্যে ৩টি লেনদেন করতে দেবে। এরপরে লেনদেন পিছু ৫০ টাকা করে নেবে কোম্পানি। তবে (বিকল্প চ্যানেল যেমন BNA, ATM ও CDM) ও প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টগুলির জন্য এই চার্জ প্রযোজ্য নয়৷ PNB সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্টেও লেনদেনের ফি বাড়িয়েছে। বেস বা নন-বেস শাখা নির্বিশেষে ব্যাঙ্ক বর্তমানে প্রতি মাসে ৫টি বিনামূল্যে লেনদেনের অনুমতি দিচ্ছে। তারপরে প্রতি লেনদেনের জন্য ২৫ টাকা পরিষেবা চার্জ হিসাবে কাটবে সংস্থা। তবে বিএনএ, এটিএম ও সিডিএমের মতো বিকল্প চ্যানেলগুলিতে এই নিয়ম প্রযোজ্য হবে না।
PNB New Charges: নগদ লেনদেনের চার্জ ব্যাঙ্ক সেভিংস ও কারেন্ট অ্যাকাউন্ট উভয় ক্ষেত্রেই নগদ জমার সীমা কমিয়েছে। আগে প্রতিদিন বিনামূল্যে জমার সীমা ছিল ২ লক্ষ টাকা। এখন তা কমিয়ে ১ লক্ষ করা হয়েছে।