FD Return: মূল্যবৃদ্ধি অনুসারে কোন ব্যাঙ্ক দিচ্ছে বেশি রিটার্ন, দেখে নিন এই ৫টি ব্যাঙ্কের FD রেট
Fixed Deposit: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হারকে ছাড়িয়ে গেছে মুদ্রাস্ফীতি। তাই ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দিলেও আপনার আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে না।
Fixed Deposit: ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের হারকে ছাড়িয়ে গেছে মুদ্রাস্ফীতি। তাই ব্যাঙ্ক ৬ শতাংশ সুদ দিলেও আপনার আর্থিক ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে না। দেখে নিন, ফিক্সড ডিপোজিটে সুদের পর কোন ব্যাঙ্কে কত লোকসান হচ্ছে আপনার।
Bank FD Return: রিটার্নের আসল হার দেখুন
কেউ কেউ নিরাপদ আর্থিক সুরক্ষার কথা ভেবে ফিক্সড ডিপোজিট স্কিমে টাকা বিনিয়োগ করেন। বছর শেষে মূল্যবৃদ্ধির সঙ্গে তুলনামূলক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে দেশের বেশিরভাগ ব্যাঙ্কের এপডি রেট। সেই কারণে বিনিয়োগের আগে দেখে নিন মূল্যবৃদ্ধির হারের সঙ্গে প্রকৃত আয়ের হার।
FD-তে রিটার্নের আসল হার এইভাবে বুঝুন: ক্যালকুলেটর রিটার্নের প্রকৃত হার = [(1+ন্যূনতম হার)/ (1+মূদ্রাস্ফীতি)] -1
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
5 বছরের FD-র সুদ: 5.50 শতাংশ
বর্তমান মুদ্রাস্ফীতির হার (CPI): 7 শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+5.50)/ (1+7)] -1 = -1.402
ব্যাঙ্ক অফ বরোদা
5 বছরের FD-এর সুদ: 5.50 শতাংশ
বর্তমান মুদ্রাস্ফীতির হার (CPI): 7 শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+5.50)/ (1+7)] -1 = -1.402
আইসিআইসিআই ব্যাঙ্ক
5 বছরের এফডিতে সুদ: 6.10 শতাংশ
বর্তমান মুদ্রাস্ফীতির হারঃ ৭ শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+6.10)/ (1+7)] -1 = -0.8411
এইচডিএফসি ব্যাঙ্ক
5 বছরের এফডি-তে সুদ: 6%
বর্তমান মূল্যস্ফীতির হার ৭ শতাংশ
রিটার্নের প্রকৃত হার: [(1+6)/ (1+7)] -1 = -0.9346
অ্যাক্সিস ব্যাঙ্ক
5 বছরের এফডিতে সুদ: 5.75%
বর্তমান মুদ্রাস্ফীতির হার (CPI): 7
রিটার্নের প্রকৃত হার: [(1+5.75)/ (1+7)] -1 = -1.1682
এই বিষয়গুলো মাথায় রাখুন
আপনার জানা উচিত, কোনও ব্যাঙ্ক 5 থেকে 6.5% রিটার্ন দিলে মূদ্রাস্ফীতির সেই সময়কার হার অনুযায়ী সেই ব্যাঙ্কগুলিতে বিনিয়োগ করা উচিত। মুদ্রাস্ফীতির হার ৭ শতাংশ ও যেকোনও স্কিমে সুদের হার ৫ থেকে ৬ শতাংশ হলে রিটার্নের আসল হার যে কম হবে এটাই বাস্তব।