SBI YONO : গুগল পে-র মতো ব্যবহার করা যাবে SBI YONO, শীঘ্রই পাবেন এই সুবিধা
SBI YONO 2.0: কেবল স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না SBI YONO App। এবার থেকে অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও পাবে এই অ্যাপের সুবিধা।
SBI YONO 2.0: কেবল স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না SBI YONO App। এবার থেকে অন্য ব্যাঙ্কের গ্রাহকরাও পাবে এই অ্যাপের সুবিধা। গুগল পে (Google Pay)-র মতো ব্যবহার করা যাবে এই অ্যাপ।
SBI YONO New: কবে থেকে এই সুবিধা ?
2019 সালে দেশে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ SBI YONO চালু করে স্টেট ব্যাঙ্ক। এই অ্যাপের মাধ্যমে টাকার লেনদেন থেকে লোন নেওয়ার আবেদন পর্যন্ত করতে পারেন স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা। এবার নতুন করে আপডেটেট অ্যাপ লঞ্চ করতে চলেছে SBI। বর্তমানে YONO 2.0 লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
SBI YONO 2.0: অন্যদের থেকে কোথায় আলাদা ?
এখন SBI গ্রাহকর নন এমন ব্যক্তিরাও এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অনেক UPI অ্যাপের মতো কাজ করবে SBI YONO 2.0 । Google Pay, Bharat Pay-র মতো কাজ করবে এই অ্যাপ। Zee Business-এ প্রকাশিত রিপোর্ট অনুসারে, ব্যাঙ্ক SBI YONO 2.0 অ্যাপ নামাতে জোরদার কাজ করে চলেছে। শীঘ্রই এই অ্যাপটি গ্রাহকদের জন্য চালু করা হবে। নতুন অ্যাপের মাধ্যমে গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবার পাশাপাশি ই-কমার্স পরিষেবাও দেওয়া হবে।
SBI YONO-তে পাবেন এই সুবিধাগুলি
SBI YONO অ্যাপ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে মার্চ মাসে 2019 সালে চালু হয়েছিল। এই অ্যাপের মাধ্যমে ব্যাঙ্কের গ্রাহকদের নগদবিহীন লেনদেনের পাশাপাশি অনেক সুবিধা দেওয়া হয়।
এর মাধ্যমে আপনি এটিএম কার্ড ছাড়াও টাকা তুলতে পারবেন। পাশাপাশি রয়েছে অনেক ব্যাঙ্কিং পরিষেবার সুবিধাও নিতে পারেন। আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার ডেবিট কার্ডের পিনও তৈরি করতে পারেন।
SBI YONO 2.0 সবার জন্য অ্যাপ
SBI-এর গ্রাহক না হলেও SBI YONO 2.0 অ্যাপ ব্যবহার করা যাবে। সেই ক্ষেত্রে Google Pay-এর মতো এই অ্যাপ ব্যবহার করে ই-কমার্স পরিষেবার সুবিধাও নিতে পারবেন ক্রেতা। আগে YONO কেবল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টহোল্ডাররা ব্যবহার করতে পারতেন।
আরও পড়ুন : LIC Pension Plan: একবার টাকা দিলে মাসে ২০ হাজার পেনশন, এলআইসিতে রয়েছে এই পলিসি