e-Aadhaar Password: ই-আধার কার্ডের 'তালা' খুলবে পাসওয়ার্ড! কীভাবে তৈরি হয়?
Aadhaar Card: ই-আধারের PDF ফরম্যাট ডাউনলোড করার পরে, প্রতিবার খোলার সময় এই পাসওয়ার্ড প্রয়োজন হয়।
কলকাতা: ভারতীয় নাগরিকদের জন্য অন্যতম সচিত্র পরিচয় পত্র আধার কার্ড। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতেও এই কার্ড ব্যবহার করা হয়। UIDAI ওয়েবসাইটে আধার নম্বর এবং এনরোলমেন্ট ID দিয়ে ব্যবহারকারীরা ই-আধার পেতে পারেন। এটি আধারের ডিজিটাল কপি। ছাপা আধারে যা যা তথ্য থাকে তার সবটাই থাকে এই ডিজিটাল আধারে। পাশাপাশি এটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিতও করা থাকে। PDF ফরম্যাটে ডাউনলোড করার সময়, প্রতিবার খোলার সময় এই পাসওয়ার্ড প্রয়োজন হয়।
কীভাবে হয় এই পাসওয়ার্ড
আধার ব্য়বহারকারীর নামের প্রথম চারটি অক্ষর ক্যাপিটালে এবং তারপর জন্মসাল- এই মিলিয়ে তৈরি হয় ই-আধারের পাসওয়ার্ড (Aadhaar Password)।
উদাহরণ ১:
যদি কারও নাম হয় Suresh Sen, জন্মসাল হয় ১৯৮২
তাহলে তাঁর ই-আধারের পাসওয়ার্ড হবে
SURE1982
উদাহরণ ২:
যদিও কারও নাম হয় Ria, জন্মসাল হয় ১৯৯০
তাহলে তাঁর ই-আধারের পাসওয়ার্ড হবে RIA1990
কেন এই সুরক্ষা স্তর?
আধারের তথ্য গোপন হয়। যাতে সেই তথ্য সহজে চুরি না হয় তার জন্য পাসওয়ার্ড দেওয়া থাকে। আধার পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। এক জনের পরিচয় যাতে অন্য কেউ চুরি করতে না পেরে তার জন্য এই সুবিধা দেওয়া থাকে।
কীভাবে পাবেন ই-আধার?
ই-আধার ডাউনলোডের জন্য https://uidai.gov.in. এই ওয়েবসাইটে যান
এখানে দুটি অপশন পাবেন. Enrolment ID অথবা Aadhaar Number (UID)
যেটা আপনার ক্ষেত্রে কার্যকর সেটা বেছে নিন। এরপর তথ্য দিয়ে দিন
এরপর রেজিস্টার্ড নম্বর দিতে হবে, সেখানে ওটিপি আসবে। সেটা ফর্মে দিতে হবে।
ওটিপি (OTP) দেওয়ার পরে সাবমিট করে ডাউনলোড আধার অপশন ক্লিক করুন।
এরপর পিডিএফ ফাইল ডাউনলোড হবে, সেটা পাসওয়ার্ড দিয়ে খুলতে হবে।
আধার হল একটি 12-সংখ্যার অনন্য সনাক্তকরণ নম্বর যা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) ভারতের বাসিন্দাদের (এনআরআই সহ) দিয়ে থাকে। বিভিন্ন রূপে যেমন আধার লেটার, আধার পিভিসি কার্ড, eAadhaar এবং mAadhaar-এ আধার নম্বর পেয়ে থাকি আমরা। এই সব প্রকার আধার সমানভাবে বৈধ এবং গ্রহণযোগ্য।
আরও পড়ুন: ডিসেম্বরে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, যাওয়ার আগে দেখে নিন ছুটির তালিকা