India at 2047: রোহিতের সঙ্গে মনোমালিন্য! বিরাটের সঙ্গে দ্বন্দ্ব! ২ তারকার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অকপট গম্ভীর
Gambhir on Kohli, Rohit:

নয়াদিল্লি: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতের পরাজয়ের সঙ্গে সঙ্গেই দলের অন্দরে ঝামেলার খবর সামনে উঠে এসেছিল। অনেকেই এর সঙ্গে চ্যাপেল-সৌরভ গঙ্গোপাধ্যায় বা কোহলি-কুম্বলে জমানার মিল খুঁজে পাচ্ছিলেন। তবে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একেবারেই তাঁর কোনওরকম বিভেদ নেই এবং পুরোটাই রটানো বলে ABP Network India at 2047-এর সম্মেলনে জানান গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় ওয়ান ডে এবং টেস্ট অধিনায়ক প্রসঙ্গে পুরুষ দলের কোচ বলেন, 'এইসব গুজব সোশ্যাল মিডিয়া এবং কিছু তথাকথিত প্রাক্তনী নিজেদের ইউটিউব চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য বলেছেন। দুই মাস আগেই আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, তারপরেও এইসব প্রশ্ন উঠছে, আমরা যদি না জিততাম, তাহলে যে কী হত। দুই মাস আগেই একজন কোচ ও অধিনায়ক মিলিতভাবে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাতে সাহায্য করেছে, তারপরেও এই প্রশ্নগুলো করা হচ্ছে।'
গম্ভীর আরও যোগ করেন, 'আমি মানুষ হিসাবে ওকে সম্মান করি, ভারতীয় ক্রিকেটের জন্য ও যা করেছে, সেটাকে সম্মান করি এবং সেটা আজীবন করব। রোহিতের জন্য আমার কাছে সবসময়ই প্রচুর সময় থাকে। আর এটা কিন্তু নতুন কিছু নয়, ও যখন এক তরুণ ক্রিকেটার হিসাবে সাজঘরে প্রথমবার এসেছিল, তখন থেকে আমাদের সম্পর্ক এমনই ছিল। যারা টিআরপি বাড়ানোর জন্য এসব গুজব ছড়াচ্ছেন, তাঁদের একটু হোমওয়ার্ক করার প্রয়োজন।'
তবে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে কিন্তু রটনা নয়, যা হয়েছে সর্বসমক্ষে হয়েছে। আইপিএলে খেলোয়াড় থাকাকালীন কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন গম্ভীর। আর বছর দু'য়েক আগে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীন মাঠেই তাঁর ও কোহলির ঝামেলা তো এখনও সবার মনে তাজা। তবে দুইজনেই বর্তমানে সেইসব পিছনে ফেলে এগিয়ে এসেছেন। ভারতীয় দলের অনুশীলনে, সাজঘরে প্রায়শই দুইজনকে হাসিঠাট্টা করতে দেখা যায়। গম্ভীর কিন্তু স্পষ্টই জানিয়ে দিলেন যে মাঠে যাই হোক, তিনি ও কোহলি বন্ধুই।
'আমরা বন্ধু ছিলাম , আছি এবং থাকব। মাঠের মধ্যে ঝামেলা তো হতেই পারে, দুই পক্ষের খেলোয়াড়দেরই তাদের দলের হয়ে লড়াই করার পূর্ণ অধিকা আছে। তবে মাঠের বাইরে কার সঙ্গে কার, কী সম্পর্ক, তা তো বাইরের লোকেরা জানেন না এবং ভবিষ্যতেও জানবেন না, কারণ সকলে তো কেবল নিজের টিআরপি নিয়েই ব্যস্ত। একজন তো মাঠে নেমে পড়েছিলেন আমার আর কোহলির মধ্যেকার সম্পর্ক নিয়ে জলঘোলা করতে। তাদের একটু হোমওয়ার্ক করা দরকার। এরা ক্রিকেটের কিছুই জানে না, অথচ খেলা এবং খেলোয়াড়দের দিয়ে মন্তব্য করে থাকে।' দাবি গম্ভীরের।






















