Bajaj Pulsar 250: আগামীকাল আত্মপ্রকাশ, এই দাম হতে পারে বাজাজ পালসারের
Bajaj Pulsar 250: অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, Bajaj Pulsar 250cc সিরিজ একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে।নতুন পালসারের নকশা অনেকটাই পালসার 220F মডেলের মতো হয়েছে।
নয়াদিল্লি: টিজার ছাড়া হয়েছিল আগেই। এবার চলে এল সেই সময়। রাত পোহালেই প্রতীক্ষার অবসান। ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে 2021 Bajaj Pulsar 250 ও Pulsar 250F ভ্যরিয়েন্ট।গত কয়েক সপ্তাহ ধরেই দেশের রাস্তায় একাধিকবার টেস্টিং ফেজে দেখা গিয়েছে বাইকগুলি।
Bajaj Pulsar 250: কেমন হবে ডিজাইন ?
অটো সাইটগুলোর রিপোর্ট বলছে, Bajaj Pulsar 250cc সিরিজ একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এতে হেডল্যাম্পে এলইডি ডিআরএল-এর মতো ফিচার দেওয়া হয়েছে। নতুন পালসারের নকশা অনেকটাই পালসার 220F মডেলের মতো হয়েছে। যাতে Pulsar 250 স্মার্টফোন সংযোগ ছাড়াও রয়েছে একটি সম্পূর্ণ ডিজিটাল কনসোল। যাতে একাধিক রাইডিং মোড পাবেন বাইকার। সাসপেনশন সিস্টেমে সামনে স্ট্যান্ডার্ড টেলিস্কোপিক ফর্ক ও পিছনে একটি মনোশক ইউনিট থাকতে পারে।অন্তত একটি ভ্যারিয়েন্টে প্রজেক্টার হেডল্যাম্প দেওয়া হতে পারে। টপ ভ্যারিয়েন্টে এই প্রজেক্টার হেডল্যাম্প হওয়ার সম্ভাবনা বেশি।
Bajaj Pulsar 250: বাইকে থাকছে এই বৈশিষ্ট্য
ফেয়ারিং-মাউন্টেড রিয়ারভিউ মিরর-সহ স্প্লিট সিট ও টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক থাকতে পারে বাইকে। এতে থাকবে একটা ডিজিটাল প্যানেল। বাইকে থাকতে পারে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ।
কেমন হবে ইঞ্জিন ?
একেবারে নতুন ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি হবে এই নতুন প্রজন্মের পালসার ২৫০। অফিশিয়াল টিজার থেকে পাওয়া তথ্য বলছে, 26 PS এবং 22 Nm এর প্রত্যাশিত আউটপুট থাকবে নতুন 250 cc এয়ার/অয়েল-কুলড সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনে। ৬ স্পিডের ট্রান্সমিশ ইউনিট থাকবে বাইকে।
দাম কত হতে পারে ?
বাজার ধরতে প্রতিযোগিতামূলক দাম রাখা হবে এই দুই বাইকের।Pulsar 250-এর দাম হতে পারে ১.৩৫ লক্ষ টাকা(এক্স-শোরুম)। বাকি Pulsar 250F ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। পরিকল্পনা অনুযায়ী, বাজাজ উভয় বাইককে এমনভাবে পজিশন করার লঞ্চ করবে, যাতে এই দুই মডেল Dominar 250-র বাজার না নষ্ট করে।
আরও পড়ুন Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা