Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা
অটো সাইটগুলির খবর অনুযায়ী, শীঘ্রই ভারতের ৫০০ সিসির হোন্ডা রিবেল বাইক আনতে চলেছে হোন্ডা।কমিউটার মার্কেটের পাশাপাশি ইতিমধ্যেই ভারতের বাজারে একটি ক্রুজার বাইক লঞ্চ করেছে হোন্ডা।
নয়াদিল্লি: ভারতে ক্রজার বাইকের সেগমেন্টে হতে পারে বড়সড় পরিবর্তন। অটো সাইটগুলির খবর অনুযায়ী, শীঘ্রই ভারতের ৫০০ সিসির হোন্ডা রিবেল বাইক আনতে চলেছে হোন্ডা। সম্ভবত ২০২২ সালের প্রথম দিকেই এই বাইক দেশের রাস্তায় দেখা যেতে পারে।
কমিউটার মার্কেটের পাশাপাশি ইতিমধ্যেই ভারতের বাজারে একটি ক্রুজার বাইক লঞ্চ করেছে হোন্ডা। ৩৫০ সিসির এই বাইকের নাম honda cb350। শোনা যাচ্ছে, এবার দেশের বাজারে হোন্ডার জনপ্রিয় বাইক Honda Rebel 500 আনতে চলেছে কোম্পানি। সম্প্রতি জাপানের বাজারে নতুন Honda Rebel 250 লঞ্চ করেছে কোম্পানি। যেখানে নতুন নীল রঙের মডেল এনেছে হোন্ডা। বাইকে দেওয়া হয়েছে ফুললি ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও একাধিক নতুন ফিচার।
কিছু অটো ব্লগারের মতে, জাপানের বাজারে লঞ্চ করার পর বিশ্ব বাজারে লঞ্চ হবে এই বাইক। ভারতের বাজারেও ২৫০সিসির ক্রুজার সেগমেন্ট ধরতে এই বাইক আনতে পারে হোন্ডা। যদিও এই জল্পনায় ততটা জোর নেই বলেই মনে করছে বেশিরভাগ অটো সাইট। তাদের ধারণা, রয়্যাল এনফিল্ডের মতোই ৩৫০ সিসির পর ৫০০ সিসির দিকে এগোবে এই কোম্পানি।
কী স্পেসিফিকেশন হতে পারে গাড়িতে ?
এই ক্রুজার বাইকে থাকবে ৪৭১ সিসির ইঞ্জিন। যা ৮৫০০ আরপিএম-এ ৪৪.৯ এইচপি পাওয়ার দেবে। দুটো সিলিন্ডার ছাড়াও বাইকে থাকবে ৬টি গিয়ার। ১৯০ ওজনের পাশাপাশি গাড়িতে থাকবে ১১.২ লিটারের তেলের ট্যাঙ্ক। ১৩৬ এমএম-এর গ্রাউন্ড ক্লিয়ারেল্স থাকবে বাইকে। বাইকের দাম হতে পারে ৪.৫০ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা।
বিশ্ববাজারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে হোন্ডার এই ক্রুজার। হার্লে ডেভিডসন, কাওয়াসাকি, রয়্যাল এনফিল্ডের পর সাফল্য পেয়েছে হোন্ডার এই বাইক। যা ভারতীয় বাজারে কবে আসবে তার অপেক্ষা করছেন ক্রেতারা। ডিজাইন ল্যাঙ্গোয়েজ অন্যান্যদের থেকে আলাদা হওয়ায় এমনিতেই চমক রয়েছে বাইকে। সঙ্গে বাড়তি পাওনা হোন্ডার ইঞ্জিন ও বিশ্বাসযোগ্যতা।