(Source: Poll of Polls)
Adani Share Price: আদানিদের 'সুখবর' দিল আমেরিকা ! ১৯ শতাংশ ছাড়াল স্টক, সেল না হোল্ড করবেন ?
US On Adani Hindenburg: মূলত,আদানিদের নিয়ে আমেরিকার বক্তব্যেই এই গতি দেখিয়েছে স্টকগুলি (Adani Share Price)। এখন লাভ (Profit)নিয়ে বেরিয়ে পড়বেন না হোল্ড রাখলে লাভ পাবেন ?
US On Adani Hindenburg: সোমের পর মঙ্গলেও দুরন্ত গতি দেখাল আদানি গ্রুপের স্টকগুলি (Adani Group) । বাজার খোলার (Share Market) পর থেকেই ছুট দিয়েছে বুলরা। মূলত,আদানিদের নিয়ে আমেরিকার বক্তব্যেই এই গতি দেখিয়েছে স্টকগুলি (Adani Share Price)। এখন লাভ (Profit)নিয়ে বেরিয়ে পড়বেন না হোল্ড রাখলে লাভ পাবেন ?
কী কারণে আদানি গ্রুপের স্টকে গতি
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে,আদানি গ্রুপকে ঋণ দেওয়ার আগে হিন্ডেনবার্গের অভিযোগগুলি পরীক্ষা করে দেখেছে আমেরিকা। এমনকী আদানিদের নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট প্রাসঙ্গিক নয় বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যার ফল স্বরূপ এই দুরন্ত গতি দেখা দিয়েছে স্টকে।
আদানিদের নিয়ে কী বলেছে আমেরিকা
সম্প্রতি মার্কিন সরকারের কাছে শ্রীলঙ্কায় একটি কন্টেইনার টার্মিনালের জন্য 553 মিলিয়ন ডলারের ঋণ চেয়েছিল আদানি গ্রুপ। মূলত, আদানিদের বিরুদ্ধে কর্পোরেট জালিয়াতির অভিযোগ তুলেছিল শর্ট সেলার হিন্ডেনবার্গ। যারপরই ধস নামে আদানি দ্রুপের স্টকে। এমনকী বিশ্ববাজারে আদানিদের ব্যবসায় বিরূপ প্রভাব সৃষ্টি হয়। যদিও আদানি গ্রুপকে ঋণ দেওয়ার ক্ষেত্রে হিন্ডেনবার্গেরর বিষয়টি মাথায় রাখেনি মার্কিন সরকার। এমনকী ঋণ দেওয়ার ক্ষেত্রে হিন্ডেনবার্গের অভিযোগকে অপ্রাসঙ্গিক বলেছে আমেরিকা। এরপরই আদানিদের স্টকে দারুণ গতি দেখা দিয়েছে আজ।
Adani Share Price: আজ কততে উঠেছে শেয়ারের দাম
এই খবরের পর বাজারে আদানি গ্রুপের ইতিবাচক আবহ তৈরি হয়েছে। আজ ভারতের বাজারে মার্কেট ক্যাপ 72,000 কোটির বেশি বেড়েছে। হিন্ডেনবার্গের অভিযোগ সামনে আসার পর থেকে এই প্রথমবার আদানি গ্রুপের মোট বাজার মূলধন প্রায় 12 লক্ষ কোটিতে পৌঁছেছে। এর বর্তমান মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে 11.81 লাখ কোটি টাকা।
ঠিক আজকের ডিলে, আদানি এন্টারপ্রাইজ 11.6 শতাংশ লাফিয়ে 2,824.95 এর ইন্ট্রা-ডে হাইতে পৌঁছেছে। আদানি পোর্টস তার দিনের সর্বোচ্চ 968.90 এ 10.2 শতাংশ বেড়েছে। আদানি গ্রিন গ্রুপে শীর্ষ পারফর্মার ছিল আজ। এই স্টক আজ 19.4 শতাংশ বেড়ে 1,341.60 হয়েছে।
Finance News: ফের বিশ্বের আর্থিক বাজারে (World Economy) ভারতের জয়জয়কার। আগামী ২০৩০ সালের মধ্যেই বিশ্ব অর্থনীতিতে আরও কয়েক ধাপ ওপরে উঠে আসবে ভারত (Indian Economy)। সম্প্রতি এমনই পূর্বাভাস দিয়েছে গ্লোবাল ফিন্যান্স রেটিং সংস্থা এসঅ্যান্ডপি (S&P) ।
পুরো অর্থবর্ষে ৭ শতাংশের বেশি জিডিপি হবে ভারতের
হবে ভারত 2030 সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। অন্তত মঙ্গলবার এসএন্ডপি গ্লোবাল রেটিং বলেছে, 2026-27 অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির 7 শতাংশে পৌঁছবে। যা ভারতের অর্থনীতির জন্য খুব বড় খবর। গ্লোবাল ক্রেডিট আউটলুক 2024-এ এসএন্ডপি জানিয়েছে, পরবর্তী অর্থবর্ষে (2024-25) বৃদ্ধির হার 6.4 শতাংশে থাকবে।
Best Stocks To Buy: আগামী ডিসেম্বর পর্যন্ত দিতে পারে দারুণ রিটার্ন, জেনে নিন এই ১০ শেয়ারের নাম