Fake Passport: ফের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা, কালনা থেকে গ্রেফতার ২
ABP Ananda Live: ফের জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরির চেষ্টা। টাকার বিনিময়ে তৈরি জন্মের জাল শংসাপত্র। কালনা থেকে গ্রেফতার ২। ধৃতদের একজন বাংলাদেশের নাগরিক, অপরজন সাইবার ক্যাফের মালিক।
এদিকে, মেদিনীপুর মেডিক্য়ালে প্রসূতি মৃত্যুর পর 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল'-এর রিঙ্গার ল্যাকটেট স্যালাইন নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই প্রেক্ষাপটেই, উত্তর দিনাজপুরের চোপড়ার তিনমাইল হাটে 'পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল'-এর কারখানায় পৌঁছয় এবিপি আনন্দ। এখানেই ডিসেম্বর মাসে ৩ দিন ধরে অভিযান চালানো হয়েছিল। সন্ধেয় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের শিলিগুড়ির অফিসেও পৌঁছয় এবিপি আনন্দ। দেখা মেলেনি সংস্থার ৩ ডিরেক্টরের কারও।
মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরও প্রশাসনের নাকের ডগায় বালি মজুত করে বেআইনি ব্যবসার অভিযোগ:
এদিকে, মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরও প্রশাসনের নাকের ডগায় বালি মজুত করে বেআইনি ব্যবসার অভিযোগ। অজয় নদীর বুকে কয়েক ফুট গর্ত করে তুলে নেওয়া হচ্ছে বালি। বালি মজুদ করে ব্যবসা চালানোর অনুমতির মেয়াদ শেষ ৩১ ডিসেম্বর। তা সত্ত্বেও চলছে বালি মজুত। সেই খবর করতে গেলে আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা দেওয়া হয়। মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। অভিযোগ, সব জেনেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন।



















