Stock Market Crash: বাজারে হাহাকার ! ২ শতাংশ ধস সূচকে, হিনডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ?
Stock Market LIVE: শুক্রবার বাজার খুলতেই আদানি গ্রুপের বেশিরভাগ স্টক ১৯ শতাংশের নিচে চলে যায়। যার জেরে এবার আমেরিকার রিসার্চ কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদানি গোষ্ঠী।
Stock Market LIVE: বুধবারের হিনডেনবার্ডের রিপোর্টের জেরে ৮৫ কোটি টাকা ক্ষতির মুখে দেখতে হয় আদানি গ্রুপকে। শুক্রবার বাজার খুলতেই আদানি গ্রুপের বেশিরভাগ স্টক ১৯ শতাংশের নিচে চলে যায়। যার জেরে এবার আমেরিকার রিসার্চ কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে আদানি গোষ্ঠী।
Share Market Update: আদানি গ্রুপের বিরুদ্ধে কী অভিযোগ ?
মূলত, কোম্পানিতে প্রোমোটার বা মালিকের কারসাজির ফলেই স্টকের দাম বাজারে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অন্য লোকের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে প্রচুর শেয়ার কিনে নিজের শেয়ারের দাম বাড়িয়েছে আদানিরা, এমনই বলছে হিনডেনবার্গ রিসার্চ। যা এক কথায় বিনিয়োগকারীদের চোখে ধুলো দেওয়ার সমান। হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আদানি গ্রুপকে স্টকে তছরূপ ও হিসেবে জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। মূলত, আদানির ৫ কোম্পানির নাম রয়েছে এই জালিয়াতির তালিকায়। রক্ষা পেয়েছে আদানি উইলমার ও আদানি পোর্টের মতো কোম্পানি।
Hindenburg Research LLC : হিনডেনবার্গের রিপোর্ট কী বলছে ?
আমেরিকার মার্কেট রিসার্চ সংস্থা হিনডেনবার্গের রিপোর্ট বলছে, আদানি গ্রুপের ৫ বড় কোম্পানি শেয়ার বাজার থেকে 'ডি-লিস্টিং' বা বাদ পড়তে পারে। মূলত, এই পাঁচ কোম্পানির শেয়ারে ৮৫ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস বা নগদের অভাবে ধুঁকছে এই কোম্পানিগুলি। যার ফলে বিপুল ঋণের বোঝা মেটাতে অপারগ আগাদি গ্রুপ। সেই কারণেই এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে কোম্পানি।
অতীতেও মার্কিন কোম্পানিকে নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে হিনডেনবার্গ। দেখা যায়, ৯২ ডলারের সেই শেয়ার ২ ডলারে নেমে আসে। পরবর্তীকালে আমেরিকার বাজার থেকে ডি-লিস্টিং হয়ে যায় সেই কোম্পানি।
Adani Stock Crash: পাল্টা হিনডেনবার্গকেই দুষছে আদানি গোষ্ঠী
এই রিপোর্টে প্রকাশের পরই এবার হিনডেনবার্গের বিরুদ্ধে আইনি ব্যবস্তা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছে আদানি গোষ্ঠী। একটি প্রেস বিবৃতিতে কোম্পানির লিগাল হেড যতীন জালুনধাওয়ালা জানিয়েছেন, এই রিপোর্টের ভিত্তিতে ভারতীয় শেয়ার বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তা একটা চিন্তার বিষয়। ওই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে কোম্পানি।
আদানিদের দাবি, ব্যক্তিগত স্বার্থ থেকেই এই কাজ করেছে ওই মার্কেট রিসার্চ কোম্পানি। বাজারের একাংশ বলছে, ইতিমধ্যেই আদানি গ্রুপের বহু স্টক শর্ট করে রেখেছিল হিনডেনবার্গ। রিসার্চ রিপোর্টের পর আদানি গ্রুপের শেয়ার পড়তেই বিপুল মুনাফা লাভ করেছে তারা।আদানি গোষ্ঠীর দাবি, মূলত, কোম্পানির FPO আসার আগেই এই ধরনের নেতিবাচক রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে। কোম্পানির ভাবমূর্তি নষ্ট করতেই এই নেগেটিভ রিপোর্ট প্রকাশ করেছে হিনডেনবার্গ রিসার্চ। সম্প্রতি আদানি অন্টারপ্রাইজ নতুন এফপিও নিয়ে আসে। যদিও এই রিপোর্ট সেভাবে প্রভাব ফেলতে পারেনি FPO-তে।
আরও পড়ুন: Adani Group Stocks Crash: বড় জালিয়াতি ! আদানি গ্রুপের স্টকে ১৮ শতাংশ পতন, ধস নামল বাজারে