(Source: ECI/ABP News/ABP Majha)
Adani Stock Down: আদানি গ্রুপের স্টকে ফের ধস, বাজারে 'একা কুম্ভ' আদানি পাওয়ার
Share Market: মুখ তুলে চাইছেন না বিনিয়োগকারীরা। কোম্পানিগুলি ত্রৈমাসিকে ভাল ফল করলেও ধসেই চলেছে স্টকের দাম। সোমবার সপ্তাহের শুরুতেই বড় ধস দেখা গেল আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টকে।
Share Market: মুখ তুলে চাইছেন না বিনিয়োগকারীরা। কোম্পানিগুলি ত্রৈমাসিকে ভাল ফল করলেও ধসেই চলেছে স্টকের দাম। সোমবার সপ্তাহের শুরুতেই বড় ধস দেখা গেল আদানি গোষ্ঠীর বেশিরভাগ স্টকে। একা লড়াই দিল আদানি পাওয়ার।
Adani Stock Update: আদানিদের কী অবস্থা ?
আজ বাজার খোলার পর থেকেই পড়তে থাকে আদানিদের স্টকগুলি। আদানি এন্টারপ্রাইজ, আদানি ট্রান্সমিশন ছাড়াও আদানি গ্রিনে বড় পতন দেখা যায়। সেখানে আদানি উইলমার ও আদানি পাওয়ারে শক্তি দেখায় বুলরা। যদিও পরে সকাল ১১টার দিকে আদানি উইলমারেও পতন শুরু হয়। যার ফলে বড় ধাক্কা খায় ট্রেডারদের টাকা।
Stock Market Update: কী অবস্থা ছিল বাজারের ?
আজ বেলা ১১ টা নাগাদ সবুজে চলে আসে বাজার। সেই সময় নিফটি ০.৯ শতাংশ উঠে ১৭৯৬০ পয়েন্টে লেনদেন শুরু করে। পিছিয়ে থাকেনি সেনসেক্স। ০.২১ শতাংশ ওপরে উঠে ৬০,১২৯ পয়েন্টে ট্রেড করতে থাকে সেনসেক্স।
Share Market Update: আদানি গ্রুপের বিরুদ্ধে কী অভিযোগ ?
মূলত, কোম্পানিতে প্রোমোটার বা মালিকের কারসাজির ফলেই স্টকের দাম বাজারে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অন্য লোকের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে প্রচুর শেয়ার কিনে নিজের শেয়ারের দাম বাড়িয়েছে আদানিরা, এমনই বলছে হিনডেনবার্গ রিসার্চ। যা এক কথায় বিনিয়োগকারীদের চোখে ধুলো দেওয়ার সমান। মূলত, আদানির ৫ কোম্পানির নাম রয়েছে এই জালিয়াতির তালিকায়। রক্ষা পেয়েছে আদানি উইলমার ও আদানি পোর্টের মতো কোম্পানি।
Hindenburg Research LLC : হিনডেনবার্গের রিপোর্ট কী বলছে ?
আমেরিকার গবেষণা সংস্থা হিনডেনবার্গের রিপোর্ট বলছে, আদানি গ্রুপের ৫ বড় কোম্পানি শেয়ার বাজার থেকে 'ডি-লিস্টিং' বা বাদ পড়তে পারে। মূলত, এই পাঁচ কোম্পানির শেয়ারে ৮৫ শতাংশ পর্যন্ত পতন হতে পারে।বর্তমানে লিকুইডিটি ক্রাইসিস বা নগদের অভাবে ধুঁকছে এই কোম্পানিগুলি। যার ফলে বিপুল ঋণের বোঝা মেটাতে অপারগ আগাদি গ্রুপ। সেই কারণেই এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে কোম্পানি।
অতীতেও মার্কিন কোম্পানিকে নিয়ে এই ধরনের রিপোর্ট প্রকাশ করেছে হিনডেনবার্গ। দেখা যায়, ৯২ ডলারের সেই শেয়ার ২ ডলারে নেমে আসে। পরবর্তীকালে আমেরিকার বাজার থেকে ডি-লিস্টিং হয়ে যায় সেই কোম্পানি।
SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট