Bangladesh : ওপারে অস্থিরতার মধ্যেই এপারে আরও বাংলাদেশি গ্রেফতার।পাকড়াও ১০ অনুপ্রবেশকারী।
ABP Ananda LIVE : বাংলাদেশে অস্থিরতার মধ্যেই রাজ্যের সীমান্তে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। নদিয়ার হাঁসখালি, ধানতলা থেকে ১০ বাংলাদেশি অনুপ্রবেশকারী ও ৫ দালাল গ্রেফতার। ধৃতদের মধ্যে ১৩ জন ধানতলা, ২ জনকে হাঁসখালি থেকে গ্রেফতার করা হয়েছে। ১০ বাংলাদেশির মধ্যে ৫ জন পুরুষ, ৪ জন মহিলা ও এক নাবালিকা।
রাজ্যে কৃত্রিম যন্ত্রমেধার (Artificial Intelligence) হাব গড়ে উঠবে। বৃহস্পতিবার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতা জানিয়েছেন, ITC এ রাজ্যে AI হাব গড়বে। আগামী বছর বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের আগেই এই ঘোষণা করলেন মমতা। জানালেন, বিল্ডিং তৈরির কাজও সম্পূর্ণ হওয়ার পথে। (Mamata Banerjee)
এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, "আমার কাছে অনুরোধ এসেছে, ITC AI-এর উপর একটি গ্লোবাল হাব তৈরি করতে চায়। ওদের বিল্ডিং প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। আমি সময় করতে পারলে বলে দেব। এখনি বলছি না। ITC-এর আরও দু'টি প্রজেক্ট রেডি আছে। আমরা সময় মতো করে দেব।" (Kolkata News)
মমতা জানিয়েছেন, আগামী বছর ৫ এবং ৬ ফেব্রুয়ারি বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলন হচ্ছে। ওই সম্মেলনের আগে কালীঘাটের স্কাইওয়াকের কাজ সম্পূর্ণ হয়ে গেলে, ফেব্রুয়ারির শুরতে সেটিও উদ্বোধন করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মমতা। জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও আশাবাদী তিনি। এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিয়েও শুভেচ্ছা জানান মমতা।