Adani Wilmar Price Cut: দাম কমল ভোজ্যতেলের, হেঁশেলে সামান্য স্বস্তি
Edible Oil Price: কোন তেলের কত দাম কমল? জেনে নিন এখনই
নয়াদিল্লি: বিশ্বের বাজারে কমেছে তৈলবীজের দাম। তার সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের (edible oil) দাম কমালো ভারতীয় ভোজ্যতেল প্রস্ততকারক সংস্থা। ভারতের বাজারে অন্যতম বৃহৎ ভোজ্যতেল প্রস্তুতকারক সংস্থা আদানি উইলমার (Adani Wilmar) তাদের ব্র্যান্ডের ভোজ্যতেলের দাম লিটারে ৩০ টাকা পর্যন্ত কমালো। সোমবার দাম কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হল সংস্থার তরফে। সবচেয়ে বেশি দাম কমেছে সয়াবিন তেলের। নতুন দামের তেলের প্যাকেট দ্রুত বাজারে পৌঁছবে।
এর আগে ফেব্রুয়ারি তেলের দাম কমিয়েছিল মাদার ডেয়ারি, ওই সংস্থার ভোজ্যতেলের ব্র্যান্ড 'ধারা'। সয়াবিন ও তুষ বা রাইস ব্র্যান তেলের দাম কমানো হয়েছিল সেবার।
বৈঠকের পর সিদ্ধান্ত:
সম্প্রতি ৬ জুলাই একটি বৈঠক ডেকেছিল কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক। ভোজ্যতেলের দাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে কেন্দ্রের তরফে তেল প্রস্তুতকারী সংস্থাগুলিকে বলা হয়েছিল ভোজ্যতেলের দাম কমেছে, সেই সুবিধা যেন সাধারণ ক্রেতাদের দেওয়া হয়। তারপরেই এদিন দাম কমানোর সিদ্ধান্ত আদানি উইলমারের। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যেহেতু বিশ্বের বাজারে দাম কমেছে, তাই দাম কমানো হল। আদানি উইলমারের এমডি ও সিইও অংশু মল্লিক বলেছেন, 'ক্রেতাদের কাছে সুবিধা পৌঁছতেই এমন ব্যবস্থা। দাম কমানোয় আগামীদিনে উৎসবের মরসুমে চাহিদা বাড়বে বলেই মনে করা হচ্ছে।'
সংস্থার কোন তেলের কত দাম কমল?
- সয়াবিন তেল (Soybean Oil) প্রতি লিটার ১৬৫ টাকা, আগে ছিল ১৯৫ টাকা।
- সূর্যমুখী তেল (Sunflower Oil) প্রতি লিটার ১৯৯ টাকা, আগে ছিল ২১০ টাকা।
- সর্ষের তেল (Mustard Oil) প্রতি লিটার ১৯০ টাকা, আগে ছিল ১৯৫ টাকা।
- রাইস ব্র্যান তেল (Rice Bran Oil) প্রতি লিটার ২১০ টাকা, আগে ছিল ২২৫ টাকা।
আরও পড়ুন: খরচ বাড়ল রোগীর চিকিৎসায়, হাসপাতালের এই ঘর ভাড়ায় ৫ শতাংশ জিএসটি