AI Update: এবার সিইও পদের কাজ সামলাবে AI, এল নতুন প্রযুক্তি
ChatGPT: সাধারণ কর্মীদের চাকরি গেছে আগেই, এবার প্রযুক্তির রোষে পড়বেন কোম্পানির প্রধানরাও।
ChatGPT: সাধারণ কর্মীদের চাকরি গেছে আগেই, এবার প্রযুক্তির রোষে পড়বেন কোম্পানির প্রধানরাও। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ইউরোপে। যেখানে কোম্পানির CEO পদে কাজ সামলানোর জন্য তৈরি করা হয়েছে AI । প্রযুক্তি বিপ্লবের পথ দেখাচ্ছে ব্রিটেনের কোম্পানি।
Artificial Intelligence: কোন কোম্পানির প্রযুক্তি উদ্ভাবন ?
কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে কোম্পানির CEO পদে বসানো যাবে AI-কে। অর্থাৎ এবার থেকে সংস্থার যাবতীয় সিদ্ধান্ত হয়ে পড়বে প্রযুক্তি নির্ভর। সম্প্রতি ব্রিটেনের হেলথটেক স্টার্টআপ হানা টেকনোলজি নিয়ে এসেছে এমনই এক AI। কোম্পানির তরফে জানানো হয়েছে, কত্রিম ও মানবিক বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে এই সিস্টেম। যেখানে কেবল ChatGPT-র সাহায্য় নিয়ে কাজ করবে না সিইও। পরিবর্তে ম্যাথামেটিক্যাল অ্যালগোরিদমের মাধ্যমে তৈরি করা হয়েছে হাইব্রিড সিস্টেম।
কীভাবে কাজ করবে AI CEO
IndigoVX নামে এই নতুন প্রযুক্তি নির্ভর AI নিয়ে এসেছে হানা টেকনোলজি। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মানুষের দক্ষতার মেলবন্ধন করানো হয়েছে। কোম্পানি দাবি করেছে, এটা অনেকটা দাবা খেলার মতো। যেখানে দু-পক্ষই জেতার জন্য লক্ষ্য়মাত্রা ঠিক করবে ও নিজের সেরাটা দেবে। পরিশেষে যার সুফল পাবে সংস্থা।
কোম্পানি জানিয়েছে, তাদের এই চিন্তাধারার পিছনে রয়েছে অ্যাপলের প্রয়াত কর্ণধার স্টিভ জোবসের বিখ্যাত উক্তি। যেখানে তিনি বলেছেন, ''কোম্পানিতে বুদ্ধিমান লোক নিয়ে তাদের কী করতে হবে বলাটা মূর্খামি। আমরা বুদ্ধিমান লোক নিয়োগ করি, কারণ তারা জানে সংস্থার উন্নতিতে কী করতে হবে।''