Air India New Look: নতুনের সঙ্গে পুরাতনের মেলবন্ধন, ঝকঝকে-তকতকে উপস্থিতি, Air India-র নয়ারূপ
Air India A350: শনিবার সোশ্যাল মিডিয়ায় এই নয়া লুক সামনে আনা হয়।
নয়াদিল্লি: টাটাদের কাছে 'ঘর ওয়াপসি' হয়েছিল আগেই। এবার নয়ারূপে আবির্ভূত হচ্ছে এয়ার ইন্ডিয়া। বদলে যাচ্ছে লোগো, চেহারা, আকার এবং উপস্থিতি। শনিবার তারই একঝলক সামনে আনলেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এই মুহূর্তে ফ্রান্সে ঘষামাজা চলছে। সেখান থেকেই A350 বিমানের (Air India A350) নয়া রূপ সামনে আনা হল। ইতিমধ্যেই সেই নিয়ে সাড়া পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Air India New Look)
শনিবার সোশ্যাল মিডিয়ায় এই নয়া লুক সামনে আনা হয়। এয়ার ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডলে (অধুনা X) একসঙ্গে দু'টি ছবি পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'রাজকীয় A350-এর প্রথম ঝলক। এই শীতেই A350 ঘরে ঢুকছে'। ওই ছবিতে চিরাচরিত লাল-সাদার পরিবর্তে এয়ার ইন্ডিয়ার বিমানের গায়ে লাল-বেগুনি এবং সোনালি তুলির টান দেখা গিয়েছে। কোনারকের চক্রের পরিবর্তে এয়ার ইন্ডিয়ার নতুন লোগো 'দ্য ভিস্তা'ও চোখে পড়েছে, যা অসীম সম্ভাবনা, উদারতা এবং সাহসিকতাকে বোঝায়। পাশাপাশি চক্রটিও থাকছে বলে জানা গিয়েছে।
ফ্রান্সের টুলোর কারখানায় এই মুহূর্তে বিমানের গায়ে রংয়ের প্রলেপ দেওয়া চলছে। সেখান থেকেই ওই ছবি দু'টি পোস্ট করা হয়েছে। এ বছর শীতেই ফ্রান্স থেকে ভারতে এসে পৌঁছবে সেগুলি। সরকারের হাত থেকে কিনে নেওয়ার পর এই মুহূর্তে এয়ার ইন্ডিয়াকে নয়ারূপে পেশ করার প্রস্তুতি নিচ্ছে টাটা। তার জন্য ৪০ কোটি ডলার খরচ করা হচ্ছে।
Here's the first look of the majestic A350 in our new livery at the paint shop in Toulouse. Our A350s start coming home this winter... @Airbus #FlyAI #AirIndia #NewFleet #Airbus350 pic.twitter.com/nGe3hIExsx
— Air India (@airindia) October 6, 2023
নয়া রূপে অবতীর্ণ হতে এয়ারবাস এবং বোয়িং সংস্থার সঙ্গে চুক্তি করে টাটারা। আলাদা করে সংস্থার কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়েছে। এ বছর ফেব্রুয়ারি মাসে এয়ারবাসের সঙ্গে যে চুক্তি হয়েছে, তার আওতায়, চওড়া এবং সরু আকারের বিমান তৈরির চুক্তিও হয়েছে। এর পাশাপাশি, টাটার হাত ধরেই প্রথম বার ভারতে A350 বিমান আসছে। নভেম্বরে প্রথম ছয়টি বিমান এসে পৌঁছবে বলে জানা গিয়েছে। সবমিলিয়ে ৩৪টি এয়ারবাস হাতে পাবে টাটারা।
রীতিমতো আটঘাট বেঁধেই এগোচ্ছে এয়ার ইন্ডিয়া। শুধুমাত্র পাইলট, বিমানকর্মী, বিমানসেবিকাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়াই নয়, ইঞ্জিনিয়ারদেরও আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কারণ শুধু বিমান নিয়ে এলেই হল না, তার রক্ষণাবেক্ষণও জরুরি। সেই ক্ষেত্রে নিজেদের স্বাবলম্বী করে তোলার পক্ষপাতী এয়ার ইন্ডিয়া। এর মধ্যে কিছু ইঞ্জিনিয়ার এয়ার ইন্ডিয়ার নিজের, কিছু ভিস্তারা, এয়ার এশিয়া। তাঁদের মধ্যে অনেকের প্রশিক্ষণই সম্পূর্ণ হয়েছে।