Layoffs 2023: বিপুল কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, আপনার চাকরি থাকছে তো ?
Airbnb Layoffs: থামছে না ছাঁটাই আতঙ্ক। বিশ্বজুড়ে চাকরি যাওয়ার (Layoffs 2023) আশঙ্কায় বাড়ছে কর্মীদের রক্তচাপ। এবার নতুন করে বিপুল কর্মী ছাঁটাই হল এই কোম্পানিতে।
Airbnb Layoffs: থামছে না ছাঁটাই আতঙ্ক। বিশ্বজুড়ে চাকরি যাওয়ার (Layoffs 2023) আশঙ্কায় বাড়ছে কর্মীদের রক্তচাপ। এবার নতুন করে বিপুল কর্মী ছাঁটাই হল এই কোম্পানিতে। সম্প্রতি কোম্পানির ৩০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে (Airbnb Layoffs)।
Layoffs 2023: চাকরি নিয়ে টানাটানি !
বিশ্বের বর্তমান পরিস্থিতি বলেছে, মন্দার আবহে এখন অনেক বড় কোম্পানিও ছাঁটাই অভিযান চালাচ্ছে। গত কয়েকদিনে লাখ লাখ কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্বের নামকরা কোম্পানিগুলি। এবার এই তালিকায় যোগ হয়েছে আতিথেয়তার সংস্থা AirBnB (Airbnb Layoffs 2023) এর নামও।
লাইভমিন্টে প্রকাশিত প্রতিবেদন বলছে, সংস্থা কর্মীদের ৩০ শতাংশ ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। Airbnb-র এই সিদ্ধান্ত মানুষকে হতবাক করেছে কারণ কোম্পানি ২০২২ সালে মোট ১.৯ বিলিয়ন মুনাফা অর্জন করেছে। এই পরিস্থিতিতে, এত বড় পরিসরে লাভের পরেও AirBnB তার কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে অবাক হয়েছেন খোদ কোম্পানির কর্মীরা।
Airbnb Layoffs: কত কর্মচারী ক্ষতিগ্রস্ত হবে
Airbnb-এর এই সিদ্ধান্তের পরে, এটি কোম্পানির মোট কর্মীদের ০.৪ শতাংশকে প্রভাবিত করবে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, এয়ারবিএনবিতে মোট ৬৮০০ জন কর্মী কাজ করেন। বর্তমানে Airbnb-তে ছাঁটাইয়ের খবরটি কর্মীদের কাছে একটি ধাক্কার মতো । কারণ সান ফ্রান্সিসকো-ভিত্তিক সংস্থাটি এর আগে ২০২৩ সালে কোম্পানির সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছিল৷ এরকম একটা পরিস্থিতিতে ছাঁটাইয়ের খবর কর্মীদের জন্য একটি বড় ধাক্কা৷ কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান চেস্কি গত বছর বলেছিলেন, ''বিশ্বের বর্তমান আর্থিক পরিস্থিতি আমাদের ব্যবসায় প্রভাব ফেলবে না।''
Layoffs 2023: অ্যালফাবেটও কর্মীদের ছাঁটাই করেছে
গত ৬ থেকে ৭ মাসে অনেক বড় কোম্পানি তাদের কর্মী ছাঁটাই করেছে। এর মধ্যে রয়েছে টুইটার, মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের মতো অনেক কোম্পানির নাম। সম্প্রতি, Alphabet Inc এর সেলফ ড্রাইভিং প্রযুক্তি ইউনিট Waymo থেক দ্বিতীয় রাউন্ডে কর্মী ছেঁটেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় দফায় ১৩৭ জন কর্মীকে বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে এই কোম্পানির মোট কর্মীর মধ্যে ৮ শতাংশ অর্থাৎ ২০৯ জন কর্মী ছাঁটাই করা হয়েছে।
Elon Musk: ফের ট্যুইটারে কর্মী ছাঁটাই (Twitter Layoffs) করছেন ইলন মাস্ক (Elon Musk)। যবে থেকে মাইক্রোব্লগিং মাধ্যমের নতুন মালিক হয়েছেন, তখন থেকেই ব্যাপক হারে চলছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। সম্প্রতি শোনা যাচ্ছে, সংস্থার ওয়ার্ক ফোর্স ১০ শতাংশ কমাতে চলেছেন ইলন মাস্ক। আর তার জেরে একধাক্কায় চাকরি খোয়াতে পারেন প্রায় ২০০ কর্মী। ইলন মাস্ক ট্যুইটারের মালিক হওয়ার আগে ট্যুইটারের কর্মী সংখ্যা ছিল ৭৫০০- এর আশপাশে।
তবে নতুন সিইও পদে ইলন মাস্ক আসীন হওয়ার পর থেকেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু হয়েছে ট্যুইটারে। প্রায় ২৩০০ কর্মী ইতিমধ্যেই চাকরি খুইয়েছেন ট্যুইটার থেকে। নতুন দফার কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আরও ১০ শতাংশ ওয়ার্ক ফোর্স কমতে চলেছে ট্যুইটারে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে প্রায় ২০০ কর্মী এই পর্যায়ে ট্যুইটার থেকে চাকরি খোয়াতে পারেন।
Gold Hallmarking: ১ এপ্রিল থেকে সোনা কেনার নিয়মে বড় পরিবর্তন, এখন থেকে এই বিধি মানতেই হবে