Amazon Great Indian Festival Sale-এর দিন ঘোষণা, জেনে নিন কত শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি ?
Amazon Great Indian Festival Sale 2021: শুক্রবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেছে আমেরিকান ই-কমার্স জায়ান্ট। এবারও উৎসবের মরশুমে সারা মাস জুড়ে চলবে এই মেগা ছাড়ের মেলা।
নয়াদিল্লি: আর কোনও জল্পনা রইল না। অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলের(Amazon Great Indian Festival Sale)-এর দিন ঘোষণা করে দিল ই-কমার্স জায়ান্ট। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই সেল।
শুক্রবার ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে এই ঘোষণা করেছে আমেরিকান ই-কমার্স জায়ান্ট। এবারও উৎসবের মরশুমে সারা মাস জুড়ে চলবে এই মেগা ছাড়ের মেলা। কোম্পানির তরফে জানানো হয়েছে, এবার ১০০০-এরও বেশি নতুন প্রোডাক্ট লঞ্চ হবে এই মেলায়। যার মধ্যে Apple, HP, Lenovo, OnePlus, Samsung, Sony ও Xiaomi-র নাম রয়েছে।
অ্যামাজনের সেলে কী সুবিধা ?
ইতিমধ্যেই Flipkart Big Billion Days-এর দিনক্ষণ ঘোষণা করেছে ই-কমার্স কোম্পানি। আগামী ৭-১২ অক্টোবর টানা চলবে এই মেগ সেল। এবার ফ্লিপকার্টকে টক্কর দিতে আসছে Amazon Great Indian Sale। Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট।সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। Bajaj Finserv কার্ডেও পাবেন সুবর্ণ সুযোগ।এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে জিনিস কিনলে ইএমআই-এ কোনও ধরনের আলাদা টাকা নেবে না বাজাজ। কোম্পানির ডেবিট অথবা ক্রেডিট কার্ড দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।
কীসে কী কী ছাড় ?
পুরোনো জিনিস দিলে সর্বোচ্চ কত টাকা ছাড় ই-কমার্স সাইট অ্যামাজনের তরফে বলা হয়েছে, এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ২৫,০০০টাকা ছাড় দেবে কোম্পানি। প্রতি বছরই এই মেগা সেল দেয় অ্যামাজন। পুজোর মরশুমে এবারও তার ব্যতিক্রম হবে না।সূত্রের খবর- Echo, Kindle ও Fire TV-তে বিশাল পরিমাণে ছাড় দিতে পারে Amazon। উৎসবের মরশুমে সেলে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে অ্যামাজনে।সেই ক্ষেত্রে সবার আগে এই সুবিধা লাভ করতে পারবেন অ্যামাজন প্রাইম গ্রাহকরা। ন্যূনতম ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে অ্যামাজনের এই সেলে। যেখানে প্রায় সব পণ্যের ওপরই থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট।
Flipkart Big Billion Days কবে থেকে শুরু সেল ?
আগামী ৭ অক্টোবর থেকে আসতে চলেছে ফ্লিপকার্টের বিল বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days)। টানা ৬দিন ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই অফারের মেলা। যেখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, পোশাক ছাড়াও থাকবে বিপুল কেনাকাটার সম্ভার। ইতিমধ্যেই সেলের বিজ্ঞাপন শুরু করেছে কোম্পানি। যেখানে বিল বিলিয়ন ডে-র পোস্টারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে।
Flipkart Big Billion Days-এ কত শতাংশ ছাড় ?
মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়ে 'টিজ' করেছে Flipkart। এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এই অনলাইন জায়ান্ট। জামা-কাপড়ের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে কোম্পানি।
আরও পড়ুন : SBI Customers alert: প্রতারকদের ফোন বুঝবেন কীভাবে? পথ দেখাচ্ছে SBI
আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI
আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম