Amazon India layoffs: ভারতে প্রচুর কর্মী ছাঁটাই করছে অ্যামাজন, এই বিভাগগুলিতে চাকরি যাবে বহু কর্মীর
Layoff News: বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি।
Layoff News: বিশ্ববাজারে মন্দার প্রভাব ধরে ধীরে এবার গ্রাস করছে ভারতকে। এর আগে মার্কিন মুলুকে ছাড়াও বিশ্বের অন্যান্ত প্রান্তে বহু কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি কোম্পানিগুলি। এবার সেই তালিকায় নাম লেখাল অ্যামাজন (Amazon India)।
Amazon India Layoffs: ভারতে অ্যামাজনে কাদের চাকরি গেল ?
সর্বভারতীয় এক ইংরেজি দৈনিকের প্রতিবেদন বলছে, ভারতে অ্যামাজন বিভিন্ন ব্যবসায় প্রায় ৫০০ কর্মী ছাঁটাই করেছে। কোম্পানির কর্মীরাই এই তথ্য সংবাদপত্রের প্রতিনিধিকে জানিয়েছে। প্রতিবেদন অনুসারে, ছাঁটাইয়ের প্রক্রিয়া এখনও চালছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস (AWS), মানব সম্পদ (HR) ছাড়াও সাপোর্ট টিম থেকে কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এই নতুন ছাঁটাই প্রক্রিয়া সম্পর্কে মার্চেই সতর্ক করেছিল অ্যামাজন। সেই সময় ৯০০০ চাকরি ছাঁটাইয়েক কথা ঘোষণা করেছিল কোম্পানি।
Job Cut: মোট ৯০০০ চাকরি যাবে
মার্চ মাসেই অ্যামাজন ক্লাউড পরিষেবা, বিজ্ঞাপন ও টুইচ ইউনিট থেকে মন্দার আশঙ্কায় প্রায় ৯০০০ ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল।কোম্পানি প্রায় ১৮,০০০ কর্মী ছাঁটাইয়ের কয়েক সপ্তাহ পরে কর্মীদের কাছে একটি মেমোর মাধ্যমে সিইও অ্যান্ডি জ্যাসি এই ঘোষণা করেছিলেন। সেই সময় জ্যাসি বলেছিলেন, ''কোম্পানি গত কয়েক বছরে যথেষ্ট পরিমাণে কর্মী নিয়োগ করেছে। যদিও অনিশ্চিত অর্থনীতিতে খরচ ও কর্মী কমাতে বাধ্য হচ্ছে সংস্থা। আমরা যে অনিশ্চিত অর্থনীতিতে বাস করছি। অদূর ভবিষ্যতে বর্তমান অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের খরচ এবং হেডকাউন্টে আরও কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছি।" তাঁর মেমোতে এই কথা বলেছিলেন জ্যাসি, যা পরে অ্যামাজনের কর্পোরেট ব্লগে প্রকাশিত হয়েছিল।
এপ্রিলেই Amazon.com Inc. এর বৃহত্তর কাটব্যাকের অংশ হিসাবে তার ভিডিও-গেম বিভাগে প্রায় ১০০ জন কর্মী ছাঁটাই করেছিল, যা প্রাইম গেমিং, গেম গ্রোথ ও কোম্পানির সান দিয়েগো স্টুডিওতে কর্মীদের প্রভাবিত করেছিল। এবার ভারতে নতুন করে কর্মী ছাঁটাই কোম্পানির আর্থিক দশাই তুলে ধরছে।
Nike Adidas Layoffs: প্রযুক্তি কোম্পানিগুলির পাশাপাশি এবার বিশ্বের আর্থিক মন্দার প্রভাব পড়ল জুতো কোম্পানিগুলিতে। PouYuen, ভিয়েতনামের সবচেয়ে বড় জুতো কোম্পানি বড় কর্মী ছাঁটাইয়ের পথে চলেছে। Nike,Adidas-এর মতো ব্র্যান্ডের জুতো তৈরি করে এই কোম্পানি। এপিএফ রিপোর্ট বলছে, কোম্পানি জানিয়েছে অর্ডার কমার কারণে চলতি মাসের শেষ নাগাদ হাজার হাজার কর্মী ছাঁটাই করা হবে।
Layoffs Update: কেন ছাঁটাই কোম্পানিতে
বিশ্বের বাজার বলছে, ভিয়েতনাম জুতো, পোশাক ও আসবাবপত্রের বৃহত্তম রপ্তানিকারক। আমেরিকা ও ইউরোপে মন্দা ও মুদ্রাস্ফীতির কারণে দৈনন্দিন খরচ অনেক বেড়ে গেছে। লোকেরা এখন জামাকাপড় ও জুতোর কেনাকাটা বন্ধ করে দিয়েছে। যার প্রভাব এই শিল্প ও এতে কর্মরত ব্যক্তিদের ওপর প্রভাব ফেলছে। তাইওয়ানের পাউ চেন গ্রুপের একটি ইউনিট, পাউ চেন ভিয়েতনাম যা নাইকি এবং অ্যাডিডাসের মতো ব্র্যান্ডের জুতা তৈরি করে, স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে , সংস্থা ৬০০০ কর্মচারীকে ছাঁটাই করতে চলেছে৷ চলতি মাসের শেষের দিকে ছাঁটাই শুরু করা হবে।
আরও পড়ুন : Instant Loan App: সস্তার ঋণের অফারে রয়েছে ফাঁদ, পা দিলেই ভুগবেন ! চুরি যাবে গোপন তথ্য়