![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
(Source: Poll of Polls)
Amazon Layoff: অ্যামাজনে ছাঁটাই, প্রভাব ভারতেও, চাকরি খোয়াতে পারেন প্রায় ১০০০ কর্মী
Employee Layoff: গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়েছিল বিশ্বজুড়ে।
![Amazon Layoff: অ্যামাজনে ছাঁটাই, প্রভাব ভারতেও, চাকরি খোয়াতে পারেন প্রায় ১০০০ কর্মী Amazon plans to fire as many as 1000 employees in India, report says know in details Amazon Layoff: অ্যামাজনে ছাঁটাই, প্রভাব ভারতেও, চাকরি খোয়াতে পারেন প্রায় ১০০০ কর্মী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/07/9bc80daf69fa064078af50f93d5d4d241673084113615485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Amazon Layoff: নতুন বছরেও যে কর্মী ছাঁটাই হবে সেকথা ইতিমধ্যেই ঘোষণা করেছে অ্যামাজন (Amazon) কর্তৃপক্ষ। ২০২৩ সালেও যে কর্মী ছাঁটাই (Layoff) প্রক্রিয়া অব্যাহত থাকবে সেই আভাস গতবছরই দিয়েছিলেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। ইতিমধ্যেই শোনা গিয়েছে, এই দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হলে, প্রায় ১৮ হাজার কর্মী চাকরি খোয়াবেন। অ্যামাজনের এই ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে ভারতেও। শোনা যাচ্ছে, এ দেশেও প্রায় ১০০০ কর্মী কাজ হারাতে পারেন। আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা না হলেও অনুমান করা হচ্ছে, অ্যামাজন সংস্থা যাঁদের চাকরি খোয়া যাবে, তাঁদের কোম্পানির তরফে Pay Package দেওয়া হবে। জনপ্রিয় এই টেক জায়ান্ট থেকে অনেকেই কাজ হারাবেন। ইতিমধ্যেই জানা গিয়েছে, যাঁদের উপর কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে তাঁদের আলাদা করে পেমেন্ট দেওয়া হবে। সেই সঙ্গে স্বাস্থ্য বিমা সংক্রান্ত সুবিধা এবং অন্য সংস্থায় কাজের সুবিধা- এইসব পরিষেবাও দেওয়া হবে।
গত বছর অর্থাৎ ২০২২ সালের শেষভাগ থেকেই কর্মী ছাঁটাই শুরু হয়েছিল বিশ্বজুড়ে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছিলেন ইলন মাস্ক। তারপরই প্রাথমিক পর্যায়ে তিনি ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেন। এই দিয়েই শুরু হয়েছিল আতঙ্কের দিন। এরপর একে একে বিভিন্ন নামিদামি সংস্থা ট্যুইটারের পথে হেঁটেই ওয়ার্ক ফোর্স কমাতে শুরু করেছে। ট্যুইটারে ক্রিসমাসের আগেও কর্মী ছাঁটাই হয়েছে। অ্যামাজনের মতো এই কর্মী ছাঁটাইয়ের দলে রয়েছে ভারতের একাধিক সংস্থাও। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২২ সালে নভেম্বর মাসের শুরুর দিকে প্রথমবার কর্মী ছাঁটাই হয়েছিল অ্যামাজন সংস্থায়। সেই সময় একধাক্কায় চাকরি খুইয়েছিলেন প্রায় ১০ হাজার কর্মী। ভারতের সোশ্যাল মিডিয়া কোম্পানি শেয়ার চ্যাটও কর্মী ছাঁটাই করেছে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ৫ শতাংশ ছাঁটাই করেছে শেয়ার চ্যাট কর্তৃপক্ষ। আরও একাধিক প্রযুক্তি কোম্পানি থেকে কর্মী ছাঁটাই করা হয়েছে। ২০২৩ সাল অর্থাৎ এই বছরও বিভিন্ন সংস্থায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গতবছর কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে মেটা সংস্থাও। একধাক্কায় চাকরি খুইয়েছেন ১১ হাজার কর্মী। নতুন নিয়োগও বন্ধ করেছে মেটা কর্তৃপক্ষ। অন্যদিকে জানা গিয়েছে, অ্যামাজন কোম্পানিতে এবারের বেশিরভাগ ছাঁটাই হয়েছে ইউরোপে। আগামী ১৮ জানুয়ারি কর্মীদের ছাঁটাই প্রসঙ্গে জানানো হবে বলে ভাবা হয়েছিল। তবে দলের কোনও সদস্যই এই খবর ফাঁস করে দিয়েছেন। তাই এতটা আগেভাগে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করতে হয়েছে। শুরুতেই অ্যামাজন কোম্পানির সিইও অ্যান্ডি জেসি বিবৃতি পেশ করে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছেন। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, কর্মী ছাঁটাইয়ের বিষয়টি কর্মীদের কাছে কতটা আতঙ্কের সেটা তাঁরা বুঝতে পারছেন। তাই এই বিষয়টিকে একেবারেই হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন- ইন্টারনেট না থাকলেও চালাতে পারবেন হোয়াটসঅ্যাপ, জেনে নিন কীভাবে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)