Anand Mahindra: ১৩ বছরের মেয়েকে চাকরির অফার দিলেন আনন্দ মহিন্দ্রা, কেন জানেন ?
Alexa Voice Command: সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই খবর দেখে আপ্লুত হলেন খোদ মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান (Anand Mahindara)। তারপরই 'ধন্যি মেয়ের' খোঁজ।
Alexa Voice Command: ছোট মেয়ের বুদ্ধিতে রক্ষা পেল বোন। প্রযুক্তির সাহায্যে বাঁদরদের থেকে পরিবারকে বাঁচাল উত্তরপ্রদেশের এক কন্যে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সেই খবর দেখে আপ্লুত হলেন খোদ মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান (Anand Mahindara)। তারপরই 'ধন্যি মেয়ের' খোঁজ।
কী এমন করেছে এই কন্যে
উত্তরপ্রদেশের বাস্তি শহরে ঘটেছে এই ঘটনা। যেখানে ছোট বোনকে বাঁচাতে অ্যালেক্সা ভয়েস কমান্ডের সাহায্য় নিয়েছে ১৩ বছরের দিদি। অ্যামাজনের ভার্চুয়াল ভয়েস অ্যাসিস্ট্যান্ট ডিভাইস অ্যালেক্সার সাহায্যে হামলাকারী বানরকে তাড়িয়ে দিয়েছিল মেয়েটি। কিশোরীর এই সাহস ও উপস্থিত বুদ্ধিতে মন মজেছে মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রার। এই খবর পাওয়ার পরই কিশোরীকে সম্মান জানিয়ে চাকরির প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রযুক্তির প্রভু হতে হবে আমাদের
ঠিক কী ঘটেছিল ১৩ বছরের এই কিশোরীর সঙ্গে। মেয়েটি জানিয়েছে, সেদিন ঘরে তাদের একটি বাঁদর ঢুকেছিল। যা দেখে ভয় না পেয়ে মেয়েটি ধৈর্য এবং সাহস দেখায়। উপস্থিত বুদ্ধি খাটিয়ে আলেক্সাকে একটি কুকুরের শব্দ করতে নির্দেশ দেয়। এই কৌশল কাজে আসে। কুকুরের আওয়াজ শুনে পালিয়ে যায় বাঁদর।
Anand Mahindra: কী বার্তা এক্স হ্যান্ডেলে
আনন্দ মহিন্দ্রা যখন এই ঘটনার কথা জানতে পারেন, তখন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ গিয়ে নিজের মতামত জানান। তিনি লিখেছেন, ''আজকের যুগের গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা প্রযুক্তির দাস হব নাকি প্রভু হব। এই মেয়েটির গল্প আমাদের দেখায় কীভাবে প্রযুক্তি মানুষকে সাহায্য করতে ব্যবহার করা যেতে পারে। এই মেয়েটি চমৎকার ভাবনার অধিকারী। ''
সোশ্যাল মিডিয়ায় আসছে নানা প্রতিক্রিয়া
আনন্দ মহিন্দ্রার শেয়ার করা এই ভিডিওতে মানুষের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া এসেছে। একজন ইউজার লিখেছেন, ''আমরা যদি আমাদের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে পারি, তাহলে অনেক খারাপ ঘটনা এড়ানো যাবে। পরিস্থিতি অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, এই মেয়েটির সাহসিকতাকে স্যালুট। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে আমরা সর্বদা প্রযুক্তির মাস্টার হব।''
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চিকু যাদব নামে এক শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিও দেখে হাসি পাবে আপনারও। আদুরে গলায় বাবার কাছে ৭০০ টাকায় থার কেনার বিষয়ে আলোচনা করতে দেখা গেছে চিকুকে। যেখানে খুদে বাবাকে বুঝিয়েছে, থার ও এক্সইউভি ৭০০ একই গাড়ি এবং ৭০০ টাকায় কেনা যাবে। তার বাবা তাকে থার ও XUV700 700 টাকায় কেনা যাবে না বললেও একই কথা আওড়েছে চিকু। ইতিমধ্যেই খুদের গলায় ৭০০ টাকায় থার কেনার কাতর আবেদন এই ভিডিয়োটি লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। যা পৌঁছে গেছে আনন্দ মহিন্দ্রার কাছেও।
আরও পড়ুন: World Youngest Billionaire: ১৯ বছর বয়সে বিশ্বের কমবয়সী ধনকুবের এই মেয়ে, কী করেন ?