(Source: ECI/ABP News/ABP Majha)
Audi Car Launch: শক্তিশালী ইলেকট্রিক মোটরের সঙ্গে স্পোর্টি লুক, Audi e-Tron GT Electric এল ভারতে
বেশ কিছুদিন ধরেই Audi e-tron GT ছাড়াও e-tron GT RS লঞ্চের কথা হচ্ছিল ভারতের বাজারে। প্রিমিয়াম স্পোর্টসব্যাক এই গাড়ি দু'টিকে রয়েছে একাধিক চমক।
নয়াদিল্লি: অন্যদের মতো এবার ইলেকট্রিক গাড়ির ব্যবসায় জোর দিয়েছে Audi। সেডান, এসইউভির পাশাপাশি তাঁর প্রিমিয়াম স্পোর্টস কারেও ব্যবহার হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন। বিশ্বের গাড়ি প্রস্তুতকারক কোম্পানিগুলিকে চ্যালেঞ্জ জানাতে বুধবার ভারতে তাদের e-Tron GT Electric লঞ্চ করেছে Audi।
Audi e-tron GT ও e-tron GT RS-এর ইঞ্জিন
বেশ কিছুদিন ধরেই Audi e-tron GT ছাড়াও e-tron GT RS লঞ্চের কথা হচ্ছিল ভারতের বাজারে। প্রিমিয়াম স্পোর্টসব্যাক এই গাড়ি দু'টিকে রয়েছে একাধিক চমক। সাধারণভাবে দেখা যায়, কুপে ডিজাইনের সঙ্গে দুটো দরজাই দিয়ে থাকে গাড়ি প্রস্তুতকারকরা। তবে নতুন ইভি মডেলে চারটে দরজার কুপে ডিজাইন দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে, সামনের ইলেকট্রিক মোটর থেকে ২৩৮ পিএসের পাওয়ার পাবে এই গাড়ি। পিছনের মোটর দেবে ৪৩৫ পিএস।
Audi e-tron GT-তে টোটাল পাওয়ার আউটপুট থাকছে ৫৩০ পিএসের সঙ্গে ৬৩০ এনএম। Audi RS e-tron GT-র ক্ষেত্রে সামনের ইলেকট্রিক মোটর থেকে আসছে ২৩৮ পিএস পাওয়ার। একইভাবে পিছনের মোটর গাড়িতে দিচ্ছে ৪৫৬ পিএস।এই গাড়ির টোটাল আউটপুট দাঁড়াচ্ছে ৫৯৮ পিএস।গাড়ি টর্ক জেনারেট করছে ৮৩০ নিউটন মিটার।
Audi e-tron GT ও Audi RS electric রেঞ্জ কত ?
নতুন দুই মডেলেই অল হুইল ড্রাইভ দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে লিথিয়াম আয়ন ব্যাটারির পাওয়ার।মাইলেজের দিক থেকে একে হাই পারফরম্যান্স ইভি কার বলা যেতে পারে। কোম্পানির দাবি, ৫০০ কিলোমিটার রেঞ্জ দেবে Audi e-tron GT ও Audi RS electric। বার বার চার্জ করার প্রয়োজন নেই এই গাড়ি। এক চার্জে লম্বা দূরত্ব অতিক্রম করতে পারবে এই স্পোর্টসব্যাক কার।
কীভাবে চার্জ হবে এই দুই মডেল ?
কোম্পানির তরফে জানানো হয়েছে, বাড়িতে চার্জ করার সেট আপ থাকলেও ফাস্ট চার্জিং করা যাবে এই গাড়ি। সেই ক্ষেত্রে মাত্র কয়েক মিনিটের মধ্যেই অনেকটা চার্জ হয়ে যাবে ইলেকট্রিক মোটর। তবে স্পোর্টস কুপে হলেও ৪.৯৯ মিটারের কেভিন স্পেস রয়েছে গাড়িতে। যার ফলে 'স্লোপিং রুফলাইন' হলেও সহজেই গাড়িতে বসতে পারবেন চারজন। এ ক্ষে্ত্রে চারটে দরজা দেওয়া হয়েছে গাড়িতে। সাধারণত কুপে ডিজাইনে চার দরজার সুবিধা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই ফোল্ডেবল রুফ হয় গাড়ির।
Audi e-Tron GT Electric-এর দাম
Audi e-tron GT-র দাম রাখা হয়েছে ১.৭৯ কোটি টাকা। পাশাপাশি Audi e-tron GT RS-এর দাম রাখা হয়েছে ২.০৪ কোটি টাকা। বর্তমানে বিশ্বের বুকে সবথেকে দ্রুত গতির ইলেকট্রিক গাড়িতে নাম লিখিয়েছে এই দুই মডেল।
আরও পড়ুন : Honda BR-V Launch: ভোল বদলে প্রিমিয়াম লুক, প্রকাশ্যে এল নতুন Honda BR-V
আরও পড়ুন : Amazon Great Indian Sale: Flipkart-এর 'বিগ বিলিয়ন ডে'-র পাল্টা সেল আনছে Amazon, কত শতাংশ পর্যন্ত ছাড় ?
আরও পড়ুন : TVS Raider 125 launch: Honda ও HERO-র সঙ্গে হবে লড়াই, বাজারে এল TVS Raider 125
আরও পড়ুন : MG Astor India: Creta-Seltos-এর সঙ্গে লড়াই ! সামনে এল MG Astor SUV
আরও পড়ুন : Harley-Davidson Electric Cycle: ইলেকট্রিক বাইসাইকেল আনছে Harley-Davidson, বছর শেষে বিক্রি শুরু