Hyundai: SUV বিক্রিতে কর ফাঁকির অভিযোগ ! ৫১৭ কোটির করের নোটিশ পেল এই জনপ্রিয় গাড়ি নির্মাতা সংস্থা
Tax Evasion: হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড সংস্থা জানিয়েছে যে তামিলনাড়ুর সিজিএসটি বিভাগের কমিশনারের থেকে এই বিপুল অঙ্কের কর জমার আদেশ পেয়েছে।

Tax Order: গতকাল মঙ্গলবার গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই জানিয়েছে যে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত সংস্থার কিছু কিছু এসইউভি মডেলের উপরে কমপেনসেশন সেস কম দেওয়ার অভিযোগে জিএসটি ও কেন্দ্রীয় আবগারি দফতর হুন্ডাই মোটর ইন্ডিয়া (Hyundai Motor India) সংস্থাকে ২৫৮.৬৭ কোটি টাকা জরিমানা করেছে। হুন্ডাই ইন্ডিয়া তাদের স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে যে একই পরিমাণ ২৫৮.৬৭ কোটি টাকা সেস ঘাটতি হিসেবেও নিশ্চিত করা হয়েছে আর এর ফলে মোট করের (Tax Demand) ডিমান্ড দাঁড়িয়েছে ৫১৭ কোটি টাকার।
হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড সংস্থা জানিয়েছে যে তামিলনাড়ুর সিজিএসটি বিভাগের কমিশনারের থেকে একটি আদেশ পেয়েছে যেখানে সেপ্টেম্বর ২০১৭ থেকে মার্চ ২০২০ পর্যন্ত কিছু এসইউভি মডেলের জিএসটি ক্ষতিপূরণ সেস কম জমা করার কারণে ২৫৮.৬৭ কোটি টাকার জিএসটি ক্ষতিপূরণ সেস দাবি করা হয়েছে এবং এর সঙ্গেই ২৫৮.৬৭ কোটি টাকার জরিমানাও নিশ্চিত করা হয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে যে তামিলনাড়ুর সিজিএসটি বিভাগ ২১ জুলাই এই আদেশ জারি করেছে। তবে হুন্ডাই মোটরস সংস্থা কোন এসইউভি মডেলগুলি এই মামলায় জড়িত ছিল তা জানায়নি। এই বিশাল অঙ্কের কর দাবি করা সত্ত্বেও হুন্ডাই মোটর ইন্ডিয়া স্পষ্ট করে জানিয়েছে যে এই আদেশের কারণে তাদের আর্থিক পরিচালনাগত বা অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমের উপর কোনও প্রভাব পড়বে না। সংস্থা নিশ্চিত করেছে যে তারা বর্তমানে এই আদেশটি পর্যালোচনা করছে এবং সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে।
হুন্ডাইয়ের একজন মুখপাত্র বলেছেন যে সংস্থা বিশ্বাস করে সিবিআইসি কর্তৃক জারি করা সাম্প্রতিক সংশোধনী ও স্পষ্টীকরণ সংস্থার অবস্থানকে সমর্থন করেছে। সেই মুখপাত্র আরও জানান যে সংস্থার তরফে এই আদেশটি পর্যালোচনা করার প্রক্রিয়াধীন রয়েছেন তারা এবং একটি উপযুক্ত ফোরামের মাধ্যমে আইনি প্রতিকার চাইতে চলেছেন তারা।
বর্তমানে ভারতের বাজারে হুন্ডাই বেশ কিছু এসইউভি মডেল বিক্রি করে যার মধ্যে রয়েছে হুন্ডাই এক্সটার, ভেন্যু, ক্রেটা, আলকাজার, টাস্কান, হুন্ডাই ক্রেটা ইলেকট্রিক এবং হুন্ডাই আয়োনিক ৫ ইত্যাদি। ভারতীয় গ্রাহকরা SUV সেগমেন্টে Hyundai গাড়ি পছন্দ করেন। বিশেষ করে Hyundai Creta, Venue এবং Exterior-এর মতো গাড়ি বিক্রির শীর্ষে রয়েছে। এখন কোম্পানি আবারও তিনটি নতুন SUV লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।






















