Bajaj Finance: ৩৪১ কোটির কর ফাঁকি ! GST নোটিশ পেল এই সংস্থা- শেয়ার কী পড়বে ?
Bajaj Finance 341 Crore Tax Evasion: ৩ অগাস্ট জিএসটি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বাজাজ ফিনান্সকে এই নোটিশ পাঠানো হয়। বলা হচ্ছে যে নোটিশ পাঠানোর আগে বাজাজ ফিনান্সের এই কর ফাঁকির ঘটনা তদন্ত করে দেখেছে।
Tax Evasion: জীবনবিমা সংস্থাগুলির পর এবার বাজাজ ফিনান্স সংস্থা কেন্দ্র সরকারের জিএসটি বিভাগের রাডারে। কর ফাঁকির অভিযোগ উঠেছে এই সংস্থার বিরুদ্ধে। জিএসটি বিভাগের (Bajaj Finance) পক্ষ থেকে বাজাজ ফিনান্স (Bajaj Finance Tax Evasion) সংস্থাকে ৩৪১ কোটি কর ফাঁকি দেওয়ার জন্য শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।
বাজাজ ফিনান্স সংস্থার বিরুদ্ধে অভিযোগ
সংবাদসূত্রে জানা গিয়েছে জিএসটি ইন্টেলিজেন্সের ডিরেক্টরেট জেনারেল কিংবা ডিজিজিআই ৩৪১ কোটির কর ফাঁকির জন্য বাজাজ ফিনান্সকে নোটিশ পাঠিয়েছে। ডিজিজিআই জানিয়েছে যে, বাজাজ ফিনান্স ইন্টারেস্ট চার্জকে ভুলভাবে সার্ভিস চার্জ হিসেবে দেখিয়েছে যাতে কর বাঁচানো যায়। আর এই কারণেই নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ডিজিজিআই।
তদন্তের পরেই জিএসটি বিভাগের নোটিশ
৩ অগাস্ট জিএসটি ইন্টেলিজেন্সের পক্ষ থেকে বাজাজ ফিনান্সকে এই নোটিশ পাঠানো হয়। বলা হচ্ছে যে নোটিশ পাঠানোর আগে বাজাজ ফিনান্সের এই কর ফাঁকির ঘটনা তদন্ত করে দেখেছে জিএসটি ইন্টেলিজেন্স। আর এই কর ফাঁকির ঘটনা তদন্তে চোখে পড়ার পরেই শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে ৩৪১ কোটি টাকার কর ফাঁকির অভিযোগ উঠেছে বাজাজ ফিনান্স সংস্থার বিরুদ্ধে।
এখনও পর্যন্ত সংস্থার প্রদেয় অর্থ হল ৮৫০ কোটি টাকা। এই মামলায় সংস্থাকে হয়ত ১০০ শতাংশ জরিমানা দিতে হতে পারে। ১৫০ কোটির সুদ এবং প্রতিদিন ১৬ লক্ষ টাকা করে সুদ দিতে হতে পারে যতদিন না সম্পূর্ণ টাকা মেটানো হচ্ছে। এখনও পর্যন্ত সব মিলিয়ে বাজাজ ফিনান্সকে দিতে হবে ৮৫০ কোটি টাকা। তবে এই ব্যাপারে এখনও পর্যন্ত মুখ খোলেনি বাজাজ ফিনান্স সংস্থা।
দেশের সবথেকে বড় কনজিউমার ফিনান্স এনবিএফসি এই সংস্থা
বাজাজ ফিনান্স দেশের সবথেকে বড় কনজিউমার ফিনান্স এনবিএফসি সংস্থা যাদের AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ৩.৫৪ লক্ষ কোটি টাকার। এখন জিএসটি বিভাগের পক্ষ থেকে বহু সংস্থাকেই এমন নোটিশ পাঠানো হচ্ছে। একদিন আগেই জানা গিয়েছিল যে দেশের ২০টি জেনারেল ইনসিওরেন্স কোম্পানি যার মধ্যে রয়েছে এইচডিএফসি এরগো, স্টার হেলথ ইত্যাদিকে ২ হাজার কোটির কর ফাঁকির অভিযোগে নোটিশ পাঠিয়েছে জিএসটি বিভাগ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Drop in Job Vacancies: জুলাইয়ে হঠাৎ কমল চাকরির সুযোগ! মন্দার ইঙ্গিত? এবার কি ছাঁটাই?