Bank Holiday: বেশ কিছু শহরে ৩ দিন পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক- আজ কোথায় কোথায় ছুটি ?
Bank Closed for Election: রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে, দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের কারণে বেশ কিছু শহরে আজ ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকছে।
Bank Closed Today: আজ ২৬ এপ্রিল নিয়ে আগামী আরও দু-তিন দিন পর্যন্ত দেশের বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন জায়গায় নানা কারণে বন্ধ থাকবে। দেশের অনেক শহরে আজ থেকে শুরু করে টানা তিন দিন পর্যন্ত বন্ধ (Bank Holiday) থাকবে ব্যাঙ্ক। গেলেও কাজ হবে না এই তিনদিন। কোথায় কোন শহরে ঠিক কবে বন্ধ ব্যাঙ্ক জেনে নিন বিস্তারিত।
টানা ৩ দিন ছুটি ব্যাঙ্কে
শুক্রবার ২৬ এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের জন্য দেশের বিভিন্ন জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা (Bank Holiday)। যে সমস্ত জায়গায় আজ সাধারণ নির্বাচন চলছে, সেখানে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। আজকের পর আগামীকাল এপ্রিল মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে কালও বন্ধ থাকবে ব্যাঙ্ক এবং রবিবার সব ব্যাঙ্কই ছুটি থাকে সারা দেশে। ফলে ২৬ এপ্রিল, ২৭ এপ্রিল এবং ২৮ এপ্রিল টানা তিন দিন সারা দেশে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
কোন কোন রাজ্যে জারি হয়েছে বিজ্ঞপ্তি
রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকা অনুসারে, দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের কারণে বেশ কিছু শহরে আজ ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday) থাকছে। সেইসব শহরগুলির মধ্যে রয়েছে – বেঙ্গালুরু, কোচি, তিরুবনন্তপুরম এবং জম্মু। বহু রাজ্যেই রাজ্য সরকার কর্তৃক এই ছুটি জারি হয়েছে ভোটের কারণে। কর্ণাটকে ঘোষণা হয়েছে লোকসভা ভোটের কারণে ২৬ এপ্রিল এবং ৭ মে রাজ্যে সরকারি ছুটি থাকবে।
কোথায় কোথায় চলছে ভোট, কোথায় বন্ধ ব্যাঙ্ক
২০২৪-এর লোকসভা ভোটের অধীনে দেশের ১৩টি রাজ্যের ৮৯টি আসনের জন্য আজ ভোট হচ্ছে। আর এইসব রাজ্যগুলিতে তাই আজ ব্যাঙ্ক বন্ধ থাকবে। তালিকায় দেখে নিন কোন কোন রাজ্যে বন্ধ ব্যাঙ্ক।
অসম: করিমগঞ্জ, শিলচর, মঙ্গলদোই, নাভাগাং, কালিয়াবোর
বিহার: কিষাণগঞ্জ, কাটিহার, পূর্ণিয়া, ভাগলপুর
ছত্তিশগড়: রাজনন্দগাঁও, মহাশমুন্ড, কেঙ্কের
জম্মু ও কাশ্মীর: জম্মু
কর্ণাটক: উদুপী, চিকমাগালুর, হাসান, চিত্রদুর্গ, দক্ষিণ কন্নড়, মান্ডা, মহীশূর, চামরাজানগর, বেঙ্গালুরু, চিকবল্লাপুর, কোলার
কেরালা: কাসারগোড়, কান্নুড়, ভাটকারা, ওয়েনাড়, কোঝিকোড়, ত্রিশুর, পালাক্কাড়, আলাথুর, এরনাকুলাম, এদুক্কি, কোট্টায়াম ইত্যাদি
পশ্চিমবঙ্গ: দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাট
এছাড়াও মহারাষ্ট্র, মণিপুর, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশে আজ লোকসভা ভোট হচ্ছে। আর তাই এখানেও ব্যাঙ্ক বন্ধ থাকবে। আজ, আগামীকাল এবং রবিবার ২৮ এপ্রিল টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
আরও পড়ুন: Petrol Diesel Price: ভোটের সকালে কলকাতার থেকে পেট্রোল সস্তা এই শহরগুলিতে, দেশে কত ?