BSE Bomb Threat: চার-চারটে বোমায় ওড়ানো হবে বম্বে স্টক এক্সচেঞ্জ ! হুমকি ঘিরে আতঙ্ক, পুলিশি তদন্তে কী জানা গেল ?
Bombay Stock Exchange Bomb Threat: আর এই বোমাতঙ্ক ঘিরেই শুরু হয় তদন্ত। তবে হুমকি মেল ভুয়ো বলেই জানাচ্ছে পুলিশ।

BSE Bomb Threat: বম্বে স্টক এক্সচেঞ্জকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। আর এই হুমকি পাওয়ার পরেই বোমা নিষ্ক্রিয়কারী দল এসে পৌঁছায় টাওয়ার ভবনে এবং সমগ্র বিল্ডিংয়ে তল্লাশি চালায়। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কমরেড পিনারাই বিজয়ন নামের এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির আইডি থেকে এই হুমকি মেল পাঠানো হয়েছিল বলে জানা গিয়েছে। এই ইমেলে বলা হয়েছিল যে বম্বে স্টক এক্সচেঞ্জের (Bombay Stock Exchange) টাওয়ার ভবনে ৪টি আরডিএক্স বোমা রাখা আছে যা বিকেল ৩টের সময় বিস্ফোরণ ঘটাবে। গতকাল এই ইমেল পাঠানো (Bomb Threat) হয়েছিল। আর এই বোমাতঙ্ক ঘিরেই শুরু হয় তদন্ত। তবে হুমকি মেল ভুয়ো বলেই জানাচ্ছে পুলিশ।
বম্বে স্টক এক্সচেঞ্জ ভবন উড়িয়ে দেওয়ার হুমকি
তবে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশ দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়েছে কিন্তু তারা সন্দেহজনক কিছুই পায়নি। এই মামলায় এমআরএ মার্গ থানায় অজ্ঞাত পরিচয় সেই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫১(১) (বি), ৩৫৩(২), ৩৫১(৩), ৩৫১(৪) ধারার অধীনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে রবিবারই বম্বে স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে একটি ইমেলের মাধ্যমে বোমা বিস্ফোরণের এই হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু রবিবার যেহেতু স্টক এক্সচেঞ্জ বন্ধ থাকে, তাই ইমেলের পরে সোমবার সন্ধ্যায় পুলিশকে এই ঘটনা জানানো হয়। বম্বে স্টক এক্সচেঞ্জ এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ।
একদিন আগেই স্বর্ণ মন্দিরে হুমকি
এর আগেও বিভিন্ন শহরে বোমা হামলার হুমকি এসেছে। এগুলি সবই ভুয়ো হুমকি। সোমবার অমৃতসরের স্বর্ণ মন্দির সম্পর্কেও এইরকম ভুয়ো হুমকির খবর মিলেছে। ইমেলের মাধ্যমে পাঠানো সেই হুমকিতে বলা হয়েছিল স্বর্ণমন্দিরের লঙ্গড় হলটি আরডিএক্স বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। হরমন্দির সাহেব ম্যানেজিং কমিটির তরফ থেকে পুলিশের কাছে অভিযোগ করা হয় যে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইমেলে মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।
দিল্লির স্কুলেও বোমা হামলার হুমকি
এর আগেই দিল্লিতে দুটি সেনা জওয়ান স্কুল এবং একটি নৌবাহিনীর প্রাথমিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল ইমেলের মাধ্যমে। সোমবার সকালে এই বোমা হামলার হুমকি দেওয়া হয় স্কুলগুলিতে। তবে এগুলিও আদপে ছিল ভুয়ো হুমকি, তদন্তের পরে জানিয়েছে পুলিশ। হুমকি পাওয়ার পরেই নিরাপত্তাকর্মী এবং স্কুল কর্তৃপক্ষ ধীরে ধীরে স্কুল চত্বর খালি করে দেওয়ার চেষ্টা শুরু করে। সমস্ত ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অন্যান্য কর্মীদের সুরক্ষিতভাবে নিরাপদে স্কুল বিল্ডিংয়ের বাইরে বের করে আনা হয়।






















