Bonus Share: এক বছরে ৪৬২ শতাংশ বেড়েছে, এবার বিনামূল্যে শেয়ার দেবে এই মাল্টিব্যাগার সংস্থা
Inox Wind Share: গত ১২ মাসের মধ্যে আইনক্স উইন্ড লিমিটেডের (Inox Wind Limited) শেয়ারের দাম ৪৬২ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকেই ১৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। এবার বোনাস শেয়ার দেবে এই সংস্থা।
Share Price: সুজলন এনার্জি লিমিটেড দেশের অন্যতম জনপ্রিয় একটি রিনিউয়েবল এনার্জি সংস্থা, এই স্টকে অনেকেই বিনিয়োগ করে মুনাফা পেয়েছেন। এবার প্রকাশ্যে এল এই সংস্থার সহকারী একটি সংস্থার নাম। আইনক্স উইন্ড লিমিটেড (Inox Wind Limited) সংস্থার পক্ষ থেকে এবার বোনাস শেয়ার দেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ে এই সংস্থা জানিয়েছে, আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার শেয়ারহোল্ডারদের বিনামূল্যে শেয়ার (Bonus Share) দেওয়া নিয়ে মিটিং আয়োজন করেছে এই সংস্থা। অর্থাৎ এবার বোনাস শেয়ার দেবে এই সংস্থা। কবে রেকর্ড ডেট তা ঠিক হবে সেই মিটিংয়ে।
মূলত যে কোনও সংস্থা বোনাস শেয়ার দেয় তাঁদের ফ্রি রিজার্ভকে পুঁজি হিসেবে কাজে লাগানোর জন্য এবং শেয়ার প্রতি আয় (EPS) ও পরিশোধিত মূলধনকে বাড়ানোর জন্য। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই শেয়ারহোল্ডাররা এই বোনাস শেয়ার পেয়ে যান তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে। আর এই কারণে একে বিনামূল্যে শেয়ার বণ্টনও মনে করা হয়।
গত বছর আইনক্স উইন্ডের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল আইনক্স উইন্ড এনার্জি লিমিটেডের (Inox Wind Limited) সঙ্গে আইনক্স উইন্ড সংস্থা একত্রিত হবে। আর এর ফলে আইনক্স উইন্ড এনার্জির শেয়ারহোল্ডাররা আইনক্স উইন্ডের ১৫৮টি ইকুইটি শেয়ার পেয়েছিলেন ১০ টি শেয়ারের বিনিময়ে। প্রতিটি শেয়ারের দাম ছিল ৮৪৭ টাকা। সম্প্রতি হিরো ফিউচার এনার্জিস সংস্থার পক্ষ থেকে আইনক্স উইন্ড এনার্জি ২১০ মেগাওয়াটের একটা বড় উইন্ড টারবাইন জেনারেটর পাঠানোর অর্ডার পেয়েছে।
গত ১২ মাসের মধ্যে আইনক্স উইন্ড লিমিটেডের (Inox Wind Limited) শেয়ারের দাম ৪৬২ শতাংশ বেড়েছে। ২০২৪ সালের শুরু থেকেই ১৩ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। যদিও এই বছরের প্রথম থেকেই দামে অনেক ওঠানামা লক্ষ্য করা গিয়েছে আইনক্স উইন্ডের শেয়ারে। সোমবার এই আইনক্স উইন্ডের শেয়ারের দাম ৪.৭ শতাংশ বেড়ে ৫৯৬ টাকায় বন্ধ হয়।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না । )
আরও পড়ুন: Emmforce Autotech IPO: এই কোম্পানির জিএমপি দিচ্ছে ১০২ শতাংশ আয়ের সুযোগ, আজ খুলেছে আইপিও