Budget 2024 India: সব আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে বড় ঘোষণা বাজেটে
Ayushman Bharat Scheme : অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প। স্বাস্থ্য বীমা প্রদান করার জন্য এই প্রকল্প কেন্দ্রের।
নয়া দিল্লি : লোকসভা ভোটের ( Loksabha Poll ) আগে মোদি সরকারের শেষ বাজেটে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বড় ঘোষণা করা হল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ( Nirmala Sitharaman ) বললেন, এবার থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত ( Ayushman Bharat ) প্রকল্পের সুবিধা পাবেন এঁরাও। সীতারামন তার কেন্দ্রীয় বাজেট বক্তৃতায় বললেন আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধে এবার পাবেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা।
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান প্রকল্প। স্বাস্থ্য বীমা প্রদান করার জন্য এই প্রকল্প কেন্দ্রের। আয়ুষ্মান কার্ড থাকলে কেউ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা পাওয়া হয় বিনামূল্যেই। এই বীমার সুবিধা পেতে হলে যে কোনও হাসপাতালে ভর্তি হতে হয়।
আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পড়েন সারা দেশে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষরা। বিনামূল্যে চিকিৎসা দেওয়া পাওয়া যায় এই প্রকল্পে। এটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা নামেও পরিচিত। কারণ এই স্কিমের অধীনে মানুষের বিনামূল্যে চিকিৎসা করা হয়। তাই এই স্কিমটি বেশ জনপ্রিয়। ভারত সরকারের পক্ষে দাবি করায় হয়, এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প।
আয়ুষ্মান ভারত যোজনা, কোটি কোটি পরিবারকে উপকৃত করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর এই প্রকল্প চালু করেছিলেন । এই প্রকল্পের অধীনে ১২ কোটিরও বেশি দরিদ্র এবং দুর্বল পরিবার সুবিধে পান। এই প্রকল্পের আওতায় আছেন প্রায় ৫৫ কোটি মানুষ। প্রতি বছর পরিবার প্রতি ৫ লক্ষ টাকার কভার পান। গ্রামীণ ও শহুরে এলাকার কোটি কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসেন। এটি একটি ক্যাশলেস মেডিক্লেন পরিষেবা। পরিবারে মানুষের সংখ্যা বা লিঙ্গ সংক্রান্ত কোন নিয়ম এর অন্তর্ভূক্ত নেই।
আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে, সকলকে একটি কার্ড দেওয়া হয়, যা দেখিয়ে তারা হাসপাতালে বিনামূল্যে চিকিত্সা পেতে পারেন, ৫ লাখ টাকা পর্যন্ত। এই কার্ডটি তৈরি করতে, নিকটস্থ সরকারি পরিষেবা কেন্দ্রে যেতে হয় এবং সেখানকার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলতে হয়। অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট হল ASHA-র ফুলফর্ম। সরকারের নানা ধরনের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সাধারণের কাছে পৌঁছে দেন আশা-কর্মীরা। গ্রামে-গ্রামে তাঁদের পরিচিতি আশা-দিদি বলে। আশা কর্মী হিসেবে কাজ করে থাকেন গ্রামের বিবাহিত অথবা বিবাহবিচ্ছিন্ন কিংবা বিধবা মহিলারা। এঁরাই এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় এলেন।
আরও পড়ুন:
ফিট থাকতে সপ্তাহে ৩৬ ঘণ্টা খান না নাকি ঋষি সুনাকও ! কী এই ইন্টারমিটেন্ট ফাস্টিং? যে কেউ করতে পারেন?