ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১১.২০২৪) পর্ব ২: মমতার ছবি ছাড়া জিতে দেখান, হুমায়ুনের পাল্টা ববি।RG করকাণ্ডে শান্তনুর বিরুদ্ধেই CBI তদন্ত চান কল্যাণ?
ABP Ananda Live: রাজনৈতিক ছত্রছায়ায় বছরের পর বছর চলছে বাইপাসের ধারে জমি দখলের কারবার। জমি দখল নিয়েই এক দশক আগে তৃণমূল কর্মী খুন, কাউন্সিলর গ্রেফতার, তাও হুঁশ ফেরেনি সরকারের। 'পুলিশকে আমরাই কাজ করতে দিচ্ছি না, ধরা পড়লে আমরাই ছাড়াচ্ছি,' দল নিয়ে বিস্ফোরক মদন। অভিষেককে পুলিশমন্ত্রী চেয়েছেন হুমায়ুন, 'মমতার ছবি ছাড়া জিতে দেখান,' পাল্টা ফিরহাদ-মদন। আর জি করকাণ্ডে এবার শান্তনুর বিরুদ্ধেই CBI তদন্ত চান কল্যাণ, নাম না করে আক্রমণ হাইকোর্টে দাঁড়িয়ে। 'তৃণাঙ্কুরের মাথায় অভিষেকের হাত, জানে না কল্যাণ?' 'তৃণমূলের জামাটা ছেড়ে দিলে গল্প শেষ হয়ে যাবে,' কল্যাণকে আক্রমণ মদনের।
অবিলম্বে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে পুলিশমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন হুমায়ুন কবীর। আজ তার পাল্টা মুখ খুললেন ফিরহাদ হাকিম এবং মদন মিত্র। কলকাতার মেয়র বললেন, যারা বড় বড় কথা বলে, তাদের বলব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সরিয়ে দিয়ে একটা ভোটে জিতে দেখাও। অভিষেক আমাদের সন্তান, ঠিক টাইমে সে আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন সবকিছু করতে সক্ষম।'' একই সুরে পাল্টা আক্রমণ করে ভরতপুরের তৃণমূল বিধায়ককে
তৃণমূলের জামা ছেড়ে ভোটে দাঁড়ানোর চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছেন মদন মিত্র। অন্য়দিকে, ডেবরার তৃণমূল বিধায়ক, আরেক হুমায়ুন কবীরও বলছেন, যা সিদ্ধান্ত নেওয়ার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই নেবেন।