Income Tax : প্রবীণ নাগরিকদের সুদে ছাড়, আপডেটেট ট্যাক্স দিতে দেরি করলে এবার কী ?
Budget 2025 : প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে

Budget 2025 : বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য সুদের ওপর কর ছাড়ের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। ভাড়ার TDS-এর জন্য বার্ষিক সীমা ৪ লক্ষ টাকা বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে।
TDS, TCS থ্রেশহোল্ড সীমা বৃদ্ধি করা হয়েছে
এফএম নির্মলা সীতারামন বলেন, এলআরএস রেমিট্যান্সে টিসিএস-এর থ্রেশহোল্ড সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। ভাড়ার TDS সীমা ৬ লক্ষ টাকা করা হয়েছে।
মধ্যবিত্তের উপর বিশেষ ফোকাস সহ ব্যক্তিগত আয়কর সংস্কার আনা হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ব্যক্তিগত কর সংস্কার বিশেষ করে মধ্যবিত্তের দিকে নজর দিয়েছে সরকার। অর্থমন্ত্রীর মতে , নতুন আয়কর বিল মামলা কমিয়ে দেবে। আরও সহজ হয়ে যাবে আয়কর জমার আইন।
প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড়ের সীমা দ্বিগুণ করা হয়েছে
₹ 50,000 থেকে ₹ 1 লাখ।
ভাড়ায় TDS-এর জন্য বার্ষিক সীমা ₹2.40 লক্ষ
বেড়ে হয়েছে ₹6 লাখ।
আপডেটেড রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানো হয়েছে,
দুই বছরের বর্তমান সীমা এখন থেকে চার বছর করা হয়েছে।
ছোট দাতব্য ট্রাস্ট/প্রতিষ্ঠানের জন্য অনুমতির সময়
তাদের রেজিস্ট্রেশনের সময়কাল 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়েছে
করদাতাদের বার্ষিক মূল্য 'টু সেল্ফ অকুপায়েড প্রপার্টি' দাবি করার অনুমতি দেওয়া হবে। আগে যা কেবল এই অনুমতি একজনের জন্য ছিল
শনিবার তৃতীয় মোদি সরকারের দ্বিতীয় বাজেটে সকলেরই প্রধান নজর ছিল আয়করের উপর। এবার প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছিলেন এবার বাজেট হবে মধ্যবিত্ত, যুবা ও নারীর ক্ষমতায়নের কথা মাথায় রেখে। তাই আয়কর ছাড় নিয়ে প্রতিবছরের মতো এ বছরও উৎসাহ ছিল আমআদমির।
অর্থমন্ত্রী জানালেন, ১২ লক্ষ টাকা অবধি কোনও আয়কর লাগবে না । তৃতীয় মোদি সরকারের বাজেটে রইল মধ্যবিত্তের জন্য বড় ছাড় । নিকট অতীতে এমন বিরাট ছাড় দেওয়া হয়নি মধ্যবিত্তর জন্য। ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনও কর লাগবে না। এরপর ১২ থেকে ১৬ লক্ষ টাকা যাঁদের আয়, তাঁরা ১০ শতাংশ হারে ট্যাক্স দেবেন। এরপর ১৬ থেকে ২০ লাখ রোজগেরেদের জন্য ১৫ শতাংশ আয়কর দিতে হবে। ২০ থেকে ২৪ লক্ষ টাকা আয়ে ২৫ শতাংশ। এরপর ২৪ লাখের বেশি রোজগার হলে ৩০ শতাংশ হারে আয়কর দিতে হবে।
আয়করে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ থেকে ৭৫ হাজার করা হল। বছরে ২৪ লক্ষের বেশি আয়ে দিতে হবে ৩০% কর । বছরে ১২ লক্ষের আয়ে ৮০ হাজার টাকা সাশ্রয় হবে এই নতুন ঘোষণায়।
Nirmala Sitharaman : 'দুলারির আবদার' রাখলেন নির্মলা, এই শাড়ি পরেই বাজেট পেশ, কী বিশেষত্ব
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
