Union Budget 2022: করোনায় বাদ গেল হালুয়া, বাজেট এ বারও ডিজিটালই
Union Budget 2022: এর পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপও (Union Budget Mobile App)। তাতে ইংরেজি এবং হিন্দি, দুই ভাষাতেই তাতে পড়া যাবে বাজেট।
নয়াদিল্লি: করোনায় সেই ডিজিটাল বাজেটেই (Union Budget 2022-2023) ভরসা কেন্দ্রের। করোনা পরিস্থিতিতেই এমন সিদ্ধান্ত বলে জানাল কেন্দ্রীয় অর্থমন্ত্রক (Uninon Finance Minister)। আগামী ১ ফেব্রুয়ারি ২০২২-’২৩ অর্থবর্ষের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmal Sitharaman)। এই নিয়ে দ্বিতীয় বার ডিজিটাল বাজেট (Digital Budget) পেশ করবেন তিনি।
এর পাশাপাশি থাকছে কেন্দ্রীয় বাজেট মোবাইল অ্যাপও (Union Budget Mobile App)। তাতে ইংরেজি এবং হিন্দি, দুই ভাষাতেই তাতে পড়া যাবে বাজেট। বাজেট সংক্রান্ত ১৪টি নথি পাওয়া যাবে তাতে, যার মধ্যে রয়েছে বাজেট ভাষণ, কোন খাতে কত বরাদ্দ, গ্রান্ট সংক্রান্ত দাবি-দাওয়া, অর্থনৈতিক বিলও। অ্যান্ড্রয়েড এবং আইফোনে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। এ ছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পোর্টাল থেকে বাজেটের নথি ডাউনলোড করতে পারবেন সাধারণ মানুষ। সেখান থেকে http://indiabudget.gov.in অ্যাপও ডাউনলোড করা যাবে।
আরও পড়ুন: Air India Update : আজই সরকারিভাবে এয়ার ইন্ডিয়া হস্তান্তর টাটা গ্রুপকে, দিল্লিতে সংস্থার চেয়ারম্যান
স্বাধীনতার পর থেকে চলে আসে ব্রিফকেসের পরিবর্তে লাল কাপড়ে মোড়া ‘বই-খাতা’য় বাজেট পেশের প্রথা চালু করেছিলেন নির্মলাই। করোনা আবহে গত বছর সেই ‘বই-খাতা’র জায়গায় ট্য়াবে প্রথম ডিজিটাল বাজেট পেশ করেন তিনি। এ বছরও ফের ডিজিটাল বাজেটই পেশ করতে চলেছেন তিনি।
বাজেটের চূড়ান্ত পর্যায়ে প্রতি বছর অর্থমন্ত্রকের আমলা-কর্মীদের হালুয়া রান্না করে খাওয়ার প্রথা রয়েছে নর্থ ব্লকে। করোনা পরিস্থিতিতে তাতেও ইতি পড়ে এই বার। তার বদলে কাজের জায়গায় সকলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে মিষ্টির প্যাকেট। বাজেটের গোপনীয়তা রক্ষায় নর্থ ব্লকে বাজেট প্রেস বিল্ডিংয়েই রয়েছেন আধিকারিক-কর্মীরা। বাজেট পেশ হলে তবেই সেখান থেকে বেরোতে পারবেন তাঁরা।
বাজেট নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য প্রকাশ করেনি কেন্দ্র। তবে ইউনিভার্সাল ওল্ড এজ পেনশন অর্থাৎ দেশের বয়স্ক নাগরিকদের মাসে ৩ হাজার টাকা করে পেনশন দেওয়ার সুপারিশ জমা পড়েছে কেন্দ্রের কাছে। বিশেষ করে মহিলা, প্রবীণতম এবং ভিন্ন ভাবে সক্ষমদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জমা পড়েছে। প্রবীণ নাগরিক, যাঁদের বার্ষিক আয় ১০ লক্ষ টাকা পর্যন্ত, তাঁদের করছাড় দেওয়ার সুপারিশও পেয়েছে কেন্দ্র।