Budget 2023: 'ওষুধের খরচ পাহাড়প্রমাণ, পেট চালাতেই নাভিশ্বাস', বাজেটে কী চাইছেন প্রবীণরা?
Union Budget 2023: কলকাতার লেক গার্ডেন্সের একটি পরিবারের প্রবীণ সদস্য মায়া চৌধুরী বলেন, " আমি গৃহবধূ। সংসারের বাজেট আমার হাতে। আমাকে চিন্তা করতে হয় কীভাবে আমি সংসার চালাবো।"
ঝিলম করঞ্জাই, কলকাতা: ২০২৪-এর লোকসভা ভোটের (Loksabha Election) আগে আজ দ্বিতীয় মোদি সরকারের (Modi Govt) শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023)। সকালে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে নর্থ ব্লকে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। সেখানে বাজেট নিয়ে অর্থ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনা সেরে রওনা দেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে সাক্ষাৎ করে বাজেট (Budget 2023) অনুমোদনের পর সংসদে যাবেন অর্থমন্ত্রী। এরপর আনুষ্ঠানিকভাবে বাজেট অনুমোদনের জন্য বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ক্যাবিনেট বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ। বিকেলে সাংবাদিক বৈঠক।
আগামী বছর লোকসভা ভোট। নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি জনমোহিনী হবে? রান্নার গ্যাস ও পেট্রোপণ্যের দাম কি কমবে? কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি বাড়বে? চাকরিজীবী থেকে ব্যবসায়ী- বাজেট ঘিরে হাজারো প্রত্যাশা৷
করোনাকাল থেকেই স্বাস্থ্য খাত নিয়ে বাড়তি প্রত্যাশা থাকছে আমজনতার। ন্যাশনাল হেলথ অথরিটি ইতিমধ্যেই স্বাস্থ্য বীমার খাতে বরাদ্দ এবং সুবিধা দেওয়া নিয়ে বিশেষ আর্জি জানিয়েছে। নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে, বর্তমানে ৪০ কোটি মানুষ আছেন, যাঁদের কোনও নির্দিষ্ট স্বাস্থ্যনীতি নেই।
আরও পড়ুন, চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে বাড়ানো হবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? চড়ছে বাজেট প্রত্যাশার পারদ
কলকাতার লেক গার্ডেন্সের একটি পরিবারের প্রবীণ সদস্য মায়া চৌধুরী বলেন, " আমি গৃহবধূ। সংসারের বাজেট আমার হাতে। আমাকে চিন্তা করতে হয় কীভাবে আমি সংসার চালাবো। এখন জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সেখানে সংসার চালানো মুসকিল। গ্যাসের দাম উত্তরোত্তর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কীভাবে সংসার চলবে। আমরা সিনিয়র সিনিজেন, তাই অর্ধেক খাবার খাই, অর্ধেক ওষুধ। ওষুধের দাম সমানে বেড়ে যাচ্ছে। কোনও নিয়ন্ত্রণ নেই। এগুলি যদি কমানো না হয় তাহলে আমাদের মতো গৃহবধূদের পক্ষে একটু সমস্যার।"
গত বছর বিশ্বব্যাঙ্কের এক প্রতিবেদনে বলা হয়, চিকিৎসায় খরচের কারণে প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্রের দিকে চলে গিয়েছেন। মধ্যবিত্তদের জন্য তাই এবছর বাজেটে স্বাস্থ্যখাতে কতটা ছাড় থাকবে সেদিকেই নজর।