Budget 2023: পরিবেশবান্ধব বাজেট নির্মলার, ম্যানগ্রোভ রোপণে বিশেষ জোর
চলতি বছর পরিবেশবান্ধব বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার। নজর দেওয়া হয়েছে সবুজায়নে।
নয়া দিল্লি: পেশ করা হল ২০২৩-২০২৪ সালের বাজেট। অমৃতকালের এটাই প্রথম বাজেট। এদিন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানান, এই বাজেটে এমন নীতি নেওয়া হয়েছে যাতে উন্নয়নের সুফল সমাজের সব স্তরে পৌঁছয়।' চলতি বছর পরিবেশবান্ধব বাজেটে জোর দিয়েছে কেন্দ্র সরকার। নজর দেওয়া হয়েছে সবুজায়নে।
পরিবেশের কথা মাথা রেখে কী থাকল বাজেটে?
- পরিবেশের বিষয়ে আমরা অতিরিক্ত সতর্ক
- পরিবেশ বান্ধব শক্তি উৎপাদনে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ
- পুনর্ব্যবহারযোগ্য শক্তির জন্য ২০ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ
- পরিবেশ বান্ধব নামে একটি নতুন প্রকল্প চালু হবে
- প্রধানমন্ত্রী প্রণাম নামে নতুন প্রকল্পে রাসায়নিক মুক্ত সার উৎপাদনে জোর দেওয়া হবে। এরজন্য ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে
- আগামী ৩ বছরে ১ কোটি কৃষককে স্বাভাবিক কৃষিকাজে সাহায্য দেব
- ১০০ দিনের কাজে তটরেখা জুড়ে ম্যানগ্রোভ রোপণে বিশেষ জোর
- পুরোন, দূষণ বাড়াবে এমন যান-বাহন বাতিল করার নীতি নেওয়া হবে
- এর জন্য আলাদাভাবে বরাদ্দ রাখা হয়েছে
- এর জন্য ৪ কোটি ৪০ লক্ষ কোটি টাকা বরাদ্দ
- নগরোন্নয়ন পরিকাঠামো খাতে বরাদ্দ ১০ হাজার কোটি টাকা
- প্রত্যক্ষ করে রপ্তানি বাড়ানো, পরিবেশ বান্ধব শক্তি তৈরিতে জোর
আর কী কী রক্ষাকবচ পরিবেশের
- 'কোভিড অতিমারীর সময়ে ২৮ মাস ধরে নিখরচায় খাদ্য সরবরাহ করা হয়েছে'
- 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা নির্দিষ্ট পরিবারকে দেওয়া হবে'
- 'আগামী এক বছর এই সব পরিবারকে খাদ্যশস্য দেওয়া হবে'
- 'কৃত্রিম পরিবেশবান্ধব হিরে উৎপাদনের জন্য গবেষণায় জোর'
- 'পরিবেশবান্ধব হাইড্রোজেন মিশনের জন্য ১৯ হাজার ৭০০ কোটি বরাদ্দ'
- '১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে উৎসাহ দেওয়া হবে'
- 'বিকল্প সারের মাধ্যমে চাষে উৎসাহ দিতে পিএম প্রণাম প্রকল্প'
- 'গোবর্ধন প্রকল্পে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ'
- 'সরকারি পুরনো গাড়ি ও অ্যাম্বুল্যান্স বাতিলে জোর'
উল্লেখ্য, দূষণের কথা মাথায় রেখে গোবর্ধন প্রকল্পে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করলেন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Shitaraman)। ২০১৪ সালে দেশের মসনদে বসার পরই প্রধানমন্ত্রী মোদি (PM Narendra Modi) সূচনা করেন ‘স্বচ্ছ ভারত অভিযান'-এর। এর পর সূচনা হয় দেশের প্রথম ‘গোবর্ধন’ প্রকল্প (Gowardhan Scheme)। দিল্লি থেকে ভার্চুয়ালি সেই প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছিলেন, 'আগামী দু’বছরে দেশের ৭৫টি বড় পুরসভায় এই ধরনের গোবর্ধন বায়ো-সিএনজি প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। এই অভিযান ভারতের শহরগুলিকে পরিষ্কার, দূষণমুক্ত করবে। ক্লিন এনার্জির ব্যবহার বাড়বে।'