RG Kar News: আর জি কর দুর্নীতি মামলায় CBI-কে শোকজ করল বিশেষ আদালত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আর জি কর দুর্নীতি মামলায় CBI-কে শোকজ করল আদালত । CBI-এর তদন্তকারী অফিসারকে শোকজ করল বিশেষ আদালত । 'সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জ গঠনে সরকারের অনুমোদন পাওয়ার পরও কেন কোর্টকে জানানো হল না?' । সিবিআইয়ের তদন্তকারী অফিসার মণীশ উপাধ্যায়কে ধমক বিচারকের । সিবিআই কী করতে চাইছে, বুঝতেই পারছি না, মন্তব্য বিচারকের । 'আগামীকালের মধ্যে সমস্ত নথি জমা দিন' । চার্জ গঠন করে বিচার শুরু করব, বললেন বিচারক
'হাইকোর্ট জানতে পারল কিন্তু ট্রায়াল কোর্টে জানালেন না?' । ট্রায়াল কোর্টকে বাইপাস করে হাইকোর্টে যাচ্ছেন? CBI-কে ধমক বিচারকের
আর জি কর মামলার শুনানি শুরু হল। নিহত চিকিৎসকের মা-বাবাকে নতুন করে আবেদন জমা করতে বলল শীর্ষ আদাল
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি শুরু হল। নিহত চিকিৎসকের মা-বাবাকে নতুন করে আবেদন জমা করতে বলল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানালেন, নির্যাতিতার মা-বাবার আবেদনে যা যা বক্তব্য রয়েছে, তা বিতর্কের যোগ্য আদালতে CBI-এর আইনজীবী জানান, সব প্রশ্নের উত্তর তাঁদের কাছে আছে। কিন্তু এই সময় আলোচনা হলে অনেক উত্তর অভিযুক্তর পক্ষে যেতে পারে। এক সপ্তাহের মধ্যে নতুন করে আবেদন জমা দেবে নির্যাতিতার পরিবার। (RG Kar Case)


















