Union Budget 2023: দীর্ঘতম ভাষণের মাঝে চুমুক দিতে হয়েছিল গ্লুকোজে, এ বার সংক্ষেপে বাজেট সারলেন নির্মলা
India Budget 2023: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের হয়ে এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।
নয়াদিল্লি: পরবর্তী লোকসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হল সংসদে। তাতে করছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আর তারই সঙ্গে বাজেটে এ যাবৎকালীন সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ দেওয়ার নজির গড়লেন তিনি (Nirmala Sitharaman Shortest Budget Speech)। মাত্র ৮৭ মিনিটে ভাষণ শেষ করেন তিনি (Union Budget 2023)।
এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা
কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের হয়ে এই নিয়ে পঞ্চম বার সংসদে বাজেট পেশ করলেন নির্মলা।তবে ৯০ মিনিটও বক্তৃতা টেনে নিয়ে যাননি তিনি। শেষ করে দেন ৮৭ মিনিটেই। গত বার যদিও ৯২ মিনিট সময় নিয়েছিলেন। এতদিন সেটিই সবচেয়ে সংক্ষিপ্ত ভাষণ হিসেবে বিবেচিত হতো। ২০২১ সালে বাজেট পেশ করতে গিয়ে ১ ঘণ্টা ৫০ মিনিট টানা ভাষণ দেন। এ বার তার চেয়েও কম সময় নিলেন।