Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে তিন রাজ্যের জন্য বিশেষ বরাদ্দ, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?
Union Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ করা হয়েছে। অন্যান্য প্যাকেজের সঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য একাধিক রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে টাকা।
কলকাতা: বন্যা নিয়ন্ত্রণে অরুণাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিমের জন্য বিশেষ বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র (Budget 2024)। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণা কেন্দ্রীয় বাজেটে। হিমাচল প্রদেশ এবং উত্তরখণ্ডের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও বন্যা মোকাবিলায় বাংলার প্রাপ্তি শূন্য।
বন্যা নিয়ন্ত্রণে বিশেষ বরাদ্দ: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে নির্মলা সীতারমণের বক্তব্যে উঠে এসেছে তিন রাজ্যের প্রাকৃতিক বিপর্যয়ের কথা। নেপালে বন্যা নিয়ন্ত্রণ কাঠামো নির্মাণের পরিকল্পনায় অগ্রগতির অভাব উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বন্যা, খরা নিয়ন্ত্রণে বিহারকে ১১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে বলে ঘোষণা করেন নির্মলা সীতারমণ। পাশাপাশি তিনি বলেন, প্রতি বছর অসম বন্যার সম্মুখীন হয়। বন্যা নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট প্রকল্পের জন্য সাহায্য পাবে। বন্যার জেরে হিমাচল প্রদেশে ব্যাপক বন্যার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সবরকম সাহায্য করা হবে। ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টির জেরে সমস্যার সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ড। তাদের যতটা সম্ভব সাহায্য করা হবে।
আজ তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হল। মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে একাধিক রাজ্যের জন্য বিশেষ টাকা বরাদ্দের ঘোষণা করা হয়েছে। এদিন বাজেট পর্বে অর্থমন্ত্রী ঘোষণা করেন, অন্ধ্রপ্রদেশের জন্য ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ দেওয়া হবে। বিহারে হাইওয়ের জন্য ২৬ হাজার কোটি বরাদ্দ করা হয়েছে। বিহারে ২১ হাজার কোটির তাপ বিদ্যুৎ কেন্দ্র। বিহারে নতুন বিমানবন্দর, মেডিক্যাল কলেজের ঘোষণা। বাজেটে বিহারে পাটনা-পূর্ণিয়া এক্সপ্রেসওয়ের ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের গ্রামোন্নয়নে বরাদ্দ ২.৬৬ লক্ষ কোটি বরাদ্দ। বাজেটে বাংলা, বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশে বিশেষ নজর দেওয়া হয়েছে। বাজেটে বাংলার প্রাপ্তি শুধুমাত্র কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট, অর্থমন্ত্রীকে 'দহি-চিনি' খাওয়ালেন রাষ্ট্রপতি