Budget 2024: কমছে সোনা-রুপোর দাম? বাজেটে বড় সুখবর কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
Gold Silver Customs Duty Budget 2024: সোনা-রূপোর উপর কমে গেল আমদানি শুল্ক
কলকাতা: দাম কমছে সোনা-রূপোর? ক্রেতা ও বিক্রেতা দুজনের জন্য়ই সুখবর শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
চাহিদা মেনেই কমিয়ে দেওয়া হল সোনার উপর আমদানি শুল্ক (Custom Duty on Gold Reduced)। কমানো হয়েছে রূপার ওপর আমদানি শুল্ক।
এবারের বাজেটে ঘোষণা- সোনা ও রুপোর উপরে এখন আমদানি শুল্ক কমে হল ৬ শতাংশ। প্ল্যাটিনামের উপরে আমদানি শুল্ক কমে হল ৬.৪ শতাংশ। এর আগে সোনার উপর ১৫ শতাংশ আমদানি শুল্ক ছিল। এর ফলেই দাম কমবে সোনা ও রূপার?
সোনার দাম (Gold Price) আকাশ ছুঁয়েছে। দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছেন ক্রেতারা। বিক্রি কমে সমস্যায় পড়েছিলেন বিক্রেতারাও। নতুন ঘোষণায় কি ফিরবে সোনার ব্যবসার বাজার?
On Customs Duty, Union Budget 2024-25 proposes:
— Ministry of Finance (@FinMinIndia) July 23, 2024
👉 BCD to be reduced to 5 % on certain broodstock, polychaete worms, shrimp & fish feed
👉 BCD to be reduced on real down filling material from duck or goose
👉 BCD on methylene diphenyl diisocyanate (MDI) for manufacture of… pic.twitter.com/woAXC2Krn5
এবারের বাজেটে বেশ কিছু দ্রব্য়ের উপর থেকে কমিয়ে দেওয়া হয়েছে বেসিক কাস্টমস ডিউটি। এই বাজেটে মাছের খাবার, চিংড়ির খাবারের উপর শুল্প কমানো হল। আরও কিছু জিনিসের উপর শুল্ক কমানো হয়েছে।
দীর্ঘদিন ধরেই ক্রমশ ঊর্ধ্বমুখী সোনার দাম। ক্রমশ দাম বাড়তে থাকায় সমস্যায় পড়েছেন দরিদ্র থেকে মধ্যবিত্ত সকলেই। ভারতীয় সংস্কৃতিতে সোনার গুরুত্ব অনেকটাই বেশি। বিয়ে থেকে শুরু করে শুভ অনুষ্ঠানে সোনার অলঙ্কার ব্যবহার হয়। বিশেষ করে বিয়ের ক্ষেত্রে সোনার অলঙ্কার কেনা সারা ভারতেই দেখা যায়। সোনার দাম ক্রমশ বাড়তে থাকায় চাপ বাড়ছিল সাধারণ জনগণের উপর। পাশাপাশি, সোনার দাম বৃদ্ধি হওয়ায় সমস্যায় পড়েছিলেন বিক্রেতারাও। কারণ দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গেই চাহিদাও কমেছে দ্রুত। এর ফলে ধাক্কা খেয়েছে বিক্রিও।
এদিকে আজই Multi Commodity Exchange- MCX-এ আজ সোনার দাম পড়েছে। ১০ গ্রাম সোনার দাম ৭১৮৩৮ টাকা থেকে পড়ে দাঁড়িয়েছে ৬৮৫০০ টাকায় আশেপাশে। MCX-এ দাম পড়েছে রুপোরও। যদিও এর সঙ্গে বাজেটের সরাসরি যোগ রয়েছে এমনটা বলছেন না কেউ। প্রভাব রয়েছে অন্য একাধিক বিষয়েরও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শিক্ষায় বাড়ল বরাদ্দ! ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা ঋণ, প্রশিক্ষণের জন্য বিশেষ যোজনা