Union Budget 2024: নারীশক্তির উন্নতিতে জোর, মহিলাদের দক্ষতা বাড়াতে কত বরাদ্দ কেন্দ্রীয় বাজেটে?
Budget 2024: আজ তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেট। টানা ৭বার বাজেট বেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
কলকাতা: নারীশক্তির উন্নতির লক্ষ্যে একাধিক ঘোষণা করা হল তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে (Union Budget 2024)। মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
মহিলাদের দক্ষতা বাড়াতে কী ঘোষণা?
এদিন বাজেট ঘোষণা পর্ব কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, "আমরা চাইছি মহিলারা আরও বেশি করে কর্মজগতে আসুন। সেজন্য মেয়েদের হস্টেল এবং মহিলা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে। যেখানে স্বনির্ভর গোষ্ঠী কাজ করতে পারবে। সরকার মহিলা, যুব, গরিব, পিছিয়ে পড়ার দিকে নজর রাখছে। ২০১৪ অর্থ বর্ষ থেকে ২০২৫ অর্থ বর্ষ পর্যন্ত নারী কল্যাণ ও ক্ষমতায়নে বরাদ্দ ২১৮.৮০ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যানে বোঝা যাচ্ছে নারী শক্তি আরও উন্নতির দিকে এগোচ্ছে।''
বাজেটে নতুন কর কাঠামোয় সাধারণ মানুষের কিছুটা স্বস্তি মিলবে। অপরিবর্তিত পুরনো কর কাঠামো। ছাড় পাওয়া যাবে শেয়ার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে। নতুন আয়কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা। নতুন কাঠামোয় ৩ লক্ষের কম আয়ে কোনও কর নয়। ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫%, ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০%, ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫%, ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০%, ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর দিতে হবে।
নতুন আয়কর কাঠামোয় আগে ৩ লক্ষ পর্যন্ত ছাড়ই ছিল, আগে ৩-৬ লক্ষ পর্যন্ত ছিল ৫%, আগে ৬-৯ লক্ষ পর্যন্ত ছিল ১০%, আগে ৯-১২ লক্ষ পর্যন্ত ছিল ১৫%, আগে ১২-১৫ লক্ষ পর্যন্ত ছিল ২০%, আগে ১৫ লক্ষের উপরে কর ছিল ৩০%। ফ্যামিলি পেনশন ১৫ হাজার থেকে ছাড় বেড়ে ২৫ হাজার হয়েছে। NPS-এ বিনিয়োগের ঊর্ধ্বসীমা ১০% থেকে বেড়ে ১৪%।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Budget 2024: বন্যা নিয়ন্ত্রণে তিন রাজ্যের জন্য বিশেষ বরাদ্দ, কী ঘোষণা করলেন অর্থমন্ত্রী?