Union Budget 2024: আবাস যোজনায় ঘর পাবেন ১ কোটি শহুরে গরীব-মধ্যবিত্ত পরিবার, বড় ঘোষণা বাজেটে
Pradhan Mantri Awas Yojana 2.0: বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবারে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৬৬ লক্ষ কোটি টাকা।
PM Nirmala Sitharaman: আজ ২৩ জুলাই বাজেট পেশের সময় অনেক ক্ষেত্রেই বড় কিছু ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার উল্লেখও। এই যোজনার (Union Budget 2024) অধীনে দেশের মধ্যে আরও ৩ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই যোজনা আরও দীর্ঘায়িত করা হবে এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ (Pradhan Mantri Awas Yojana 2.0) প্রকল্পের অধীনে সরকার সিদ্ধান্ত নিয়েছে ১ কোটি শহুরে গরীব-মধ্যবিত্ত পরিবারকে আগামী ৫ বছরের মধ্যেই ঘর দেওয়া হবে। আর এই প্রকল্পের জন্য মোট ১০ লাখ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী (FM Nirmala Sitharaman)। এর মধ্যে সরকার ২.২ লক্ষ কোটি টাকার সাহায্য করবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।
বহু টাকা বরাদ্দ হয়েছে এই খাতে
বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, এবারে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে গ্রামীণ উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে ২.৬৬ লক্ষ কোটি টাকা। শহর এবং গ্রাম মিলিয়ে আগামী ৫ বছরের মধ্যে আরও ৩ কোটি ঘর (Pradhan Mantri Awas Yojana 2.0) বানানো হবে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এই ঘর পাবেন দরিদ্র-মধ্যবিত্ত পরিবার। শহরবাসীরাও এই যোজনার সুবিধে থেকে বঞ্চিত হবেন না।
কারা পাবেন সুবিধে
আপনার যদি নিজের কোনও পাকা বাড়ি না থাকে, তবে আপনি এই প্রকল্পের অধীনে সুবিধে পাবেন। এমনকী আপনার যদি বিপিএল কার্ড থাকে অর্থাৎ আপনি যদি দারিদ্র্যসীমার নিচে অন্তর্ভুক্ত থাকেন, তাহলেও এই যোজনার সুবিধে পাবেন। এই সুবিধে পেতে হলে আপনার আয় কম হতে হবে।
কারা সুবিধে পাবেন না
আপনি যদি নিয়মিত করদাতা হন, তাহলে এই প্রকল্পের (Pradhan Mantri Awas Yojana 2.0) সুবিধে আপনি পাবেন না। এমনকী আপনি কোনও সংস্থার মালিক হলেও প্রাধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ঘর পাবেন না। সরকারি চাকরিজীবী, যাদের ইতিমধ্যেই পাকা বাড়ি আছে তারা এই প্রকল্পের অধীনে কোনও সুবিধে পাবেন না। আয়কর ছাড়ের সীমার বাইরে আয় হলে আপনার জন্য এই যোজনায় নাম নথিভুক্ত করা যাবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Budget 2024: ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাতে কাজ করবে এই বাজেট: মোদি