এক্সপ্লোর
Budget 2025 Product Price Changes: সস্তা হবে চামড়ার জিনিস, দাম কমছে LED-র, তালিকায় গাড়ি-ফোনের ব্যাটারিও
Items Get Cheaper after Budget: একাধিক পণ্যের উপর শুল্কছাড় এবং শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন।

ছবি: পিক্সাবে, ফাইল চিত্র।
Source : ছবি: ফ্রিপিক, ফাইল চিত্র।
নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি চরমে উঠেছে। কোথা দিয়ে টাকা বেরিয়ে যাচ্ছে, বুঝে উঠতেই পারছেন না সাধারণ মানুষ। সেই আবহেই সংসদে বাজেট পেশ করল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। সেখানে সাধারণ চাকুরিজীবীদের ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড়া দেওয়া হয়েছে যদিও। কিন্তু নিত্যসামগ্রী কিনতে যেখানে হাত পুড়ছে, তার কী হবে, প্রশ্ন ছিলই। শেষ পর্যন্ত একাধিক পণ্যের উপর শুল্কছাড় এবং শুল্ক কমানোর ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। (Budget 2025 Product Price Changes)
আজ বাজেটের পর কী কী জিনিসের দাম কমতে চলেছে জানুন-
- ৩৬টি ক্যান্সার এবং বিরল রোগের ওষুধকে শুল্কমুক্ত রাখা হয়েছে। জীবনদায়ী ওষুধকে করমুক্ত রাখায় রোগী এবং তাঁদের পরিবারের ভার লাঘব হবে বলে মনে করা হচ্ছে। (Nirmala Sitharaman)
- আরও ৩৭টি ওষুধকে করমুক্ত রাখা হয়েছে। সকলের কাছে স্বাস্থ্যপরিষেবাকে সাধ্যের মধ্যে করে তুলতেই এমন উদ্যোগ বলে জানা যাচ্ছে। ছয়টি জীবনদায়ী ওষুধের উপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করেছে কেন্দ্র। চিকিৎসার সরঞ্জামের দামও কমতে চলেছে।
- কোবাল্টের সমস্ত পণ্যকে করমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। LED, জিঙ্ক, লিথিয়াম-আয়ন ব্যাটারির ছাঁট এবং ১২টি খনিজকে শুল্কমুক্ত করা হল। বৈদ্যুতিন উৎপাদন শিল্প এবং ব্যাটারি তৈরিতে কাঁচামালের খরচ কমাতেই এমন পদক্ষেপ।
- বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি তৈরির জন্য ৩৫টি প্রয়োজনীয় সামগ্র এবং মোবাইল ফোনর ব্যাটারি তৈরির জন্য প্রয়োজনীয় ২৮টি পণ্যকেও করমুক্ত রাখা হয়েছে। ফলে গাড়ি এবং মোবাইল ফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন ব্যাটারির উৎপাদনে জোয়ার আসবে বলে আশা।
- ২০২৩-'২৪ সালের বাজেটে LCD, LED টিভির প্যানেলের উপর শুল্ক ৫ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করা হয়েছিল। এবার সেগুলিকে করমুক্ত রাখা হয়েছে।
- জাহাজ তৈরির সামগ্রীকেও আগামী ১০ বছরের জন্য শুল্কমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। Make in India প্রকল্পে গতি আনতেই এমন সিদ্ধান্ত।
- দেশের বস্ত্রশিল্পের বাজারে জোয়ার আনতে, আরও দু'টি শাটল বিহীন তাঁতযন্ত্রকে করমুক্ত করা হয়েছে। বোনা কাপড়ের উপর প্রতি ১১৫ কেজিতে শুল্কের হার সংশোধন করেছে কেন্দ্র।
- Carrier Grade Ethernet Switches-এর উপর শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ফলে Non Carrier Grade Switches-এর সঙ্গে আর ফারাক থাকল না।
- প্ল্যাটিনাম গয়নার উপর শুল্ক কমিয়ে ২৫ থেকে ৬.৪ শতাংশ করার সিদ্ধান্ত।
- চামড়ার পণ্যের দাম কমতে চলেছে। কারণ বাজেটে Wet Blue Leather অর্থাৎ ট্যানড লেদার-কে শুল্কমুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
- সিন্থেটিক ফ্লেভারিং এসেন্সের দামে শুল্ক কমিয়ে ১০০ থেকে ২০ শতাংশে নামিয়ে আনা হচ্ছে। খাদ্য এবং পানীয় শিল্পে এক ব্যবহার রয়েছে।
- ওয়্যার্ড হেডসেট, মাইক্রোফোন এবং রিসিভার তৈরির কাঁচামাল এবং USB কেবলকে শুল্কছাড় দেওয়া হয়েছে।
- যে সমস্ত মোটর সাইকেলের ইঞ্জিনের ক্ষমতা ১৬০০ সিসি-র নীচে, তাদের এখন থেকে ৪০ শতাংশ শুল্ক দিতে হবে, আগে যা ছিল ৫০ শতাংশ।
- মোটরসাইকেলের ইঞ্জিনের ক্ষমতা ১৬০০ সিসি বা তার বেশি হলে শুল্ক দিতে হবে ৩০ শতাংশ, আগে যা ৫০ শতাংশ ছিল।
- ক্রাস্ট লেদারের উপর শুল্কছাড় মিলবে, যা এতদিন ২০ শতাংশ ছিল।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন























