Car Loan Festive Offer: আরও কমে গাড়ির লোন, দেখে নিন কোন ব্যাঙ্কে সুদের হার কত ?
Car Loan Festive Offer: গাড়ির লোনে এখন ৭.২৫ শতাংশ সুদ নিচ্ছে স্টেট ব্যাঙ্ক (SBI)। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কে অন রোড প্রাইসের ওপর ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক।
নয়াদিল্লি: উৎসবের মরসুমে গৃহ ঋণের পাশপাশি কমল গাড়ির লোনে সুদের হার। সরকারি-সহ বেসরকারি অনেক ব্যাঙ্কেই সুদের হার কমানোর সঙ্গে নেওয়া হচ্ছে না প্রসেসিং ফি। দেখে নিন কোন ব্যাঙ্কে গাড়ির লোনে সুদের হার কত।
SBI-এর গাড়ির লোনে সুদের হার
গাড়ির লোনে এখন ৭.২৫ শতাংশ সুদ নিচ্ছে স্টেট ব্যাঙ্ক (SBI)। দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্কে অন রোড প্রাইসের ওপর ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দিচ্ছে এই ব্যাঙ্ক। বর্তমানে গাড়ির লোনে প্রসেসিং ফি নিচ্ছে না স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
Bank of India-র সুদের হার
স্টেট ব্যাঙ্কের থেকে কম রেটে ৬.৮৫ শতাংশে গাড়ির লোনে ঋণ দিচ্ছে Bank of India। উৎসবের মরসুমে ৫০ বেসিস পয়েন্ট সুদের হার কমিয়েছে এই ব্যাঙ্ক। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই রেটে গাড়ির ঋণ নিতে পারবেন গ্রাহকরা।এখানেও ঋণ নিতে প্রসেসিং ফি দিতে হবে না গ্রাহককে।
Bank of Baroda-র কত সুদ নিচ্ছে ?
৭ শতাংশ সুদে গাড়ির লোন দিচ্ছে Bank of Baroda। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গাড়ির অন রোড প্রাইসের ৯০ শতাংশ পর্যন্ত লোন নিতে পারবেন গ্রাহকরা।
PNB-র ইন্টারেস্ট রেট
গাড়ির ঋণে ৭.১৫ শতাংশ সুদে ঋণ দিচ্ছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। অন্য ব্যাঙ্কগুলির মতো এই ব্যাঙ্কও প্রসেসিং ফি নিচ্ছে না।
HDFC Bank
উৎসবের মরসুমে গাড়ির ঋণে ৭.৫০ শতাংশ সুদ নিচ্ছে HDFC Bank। ৩০ নভেম্বর পর্যন্ত এই অফার কাস্টমারদের জন্য দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
ICICI Bank-এর গাড়ির লোনে সুদ
এখানে গ্রাহকদের জন্য ৭.৫ শতাংশে গাড়ির লোনে সুদ নিচ্ছে ICICI Bank কর্তৃপক্ষ।
কীভাবে হবে ইএমআই-এর হিসেব ?
যদি কোনও গ্রাহক ৫ বছরের জন্য ৫ লক্ষ টাকার গাড়ির ঋণ Bank of India থেকে নিয়ে থাকেন, তাহলে ৬.৮৬ শতাংশ সুদের হার অনুযায়ী তাঁকে ৯৮৬৫ টাকা ইএমআই দিতে হবে। একইভাবে Bank of Baroda থেকে লোন নিলে আপনাকে ৭ শতাংশ সুদের হার অনুযায়ী ৯৯০১ টাকা করে ইএমআই গুনতে হবে। স্টেট ব্যাঙ্ক থেকে গাড়ির লোন নিলে মাসিক কিস্তি ৭.২৫ শতাংশ সুদের হারে পড়বে ৯৯৬০ টাকা।
আরও পড়ুন : Maruti Suzuki Jimny: মহিন্দ্রা থারের সঙ্গে হবে 'টক্কর', জিমনির টিজার ছাড়ল মারুতি
আরও পড়ুন :Top 10 safest cars in India-র তালিকায় একই কোম্পানির ৬টি গাড়ি, কারা আছে লিস্টে ?