Credit Card Fees: ফ্রি দেখে নেন ! ক্রেডিট কার্ডের এই চার্জগুলির বিষয়ে জানায় না ব্যাঙ্ক
Credit Card Charges: পরে কার্ডের চার্জ দেখে হতাশ হতে পারেন আপনি। তাই ক্রেডিট কার্ড নেওয়ার আগে জেনে নিন এই ফি-গুলির বিষয়ে।
Credit Card Charges: বিনামূল্যে দিচ্ছে দেখে অনেকেই নিয়ে নেন ক্রেডিট কার্ডের সুবিধা। পরে কার্ডের চার্জ দেখে হতাশ হতে পারেন আপনি। তাই ক্রেডিট কার্ড নেওয়ার আগে জেনে নিন এই ফি-গুলির বিষয়ে।
কী কী কারণে চার্জ কারা হয়
কার্ডের সীমা অতিক্রম করলে ফি: কোনও ক্ষেত্রে আপনি যদি ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা অতিক্রম করেন, সেই পরিস্থিতিতে ব্যাঙ্ক বা কার্ড কোম্পানিগুলি এই ধরনের লেনদেনের জন্য অতিরিক্ত-সীমা ফি চার্জ করে। এই বিষয়টি নাও জানতে পারেন আপনি।
সারচার্জ বসে পেট্রোল পাম্পে: অনেক কার্ড ব্যবহারকারীরা জানেন না যে ক্রেডিট কার্ড ব্যবহার করে পেট্রোল বা ডিজেল কেনার সময় সারচার্জ নেওয়া হয়। বিষয়টি না জেনেই করে থাকেন অনেকে।
এন্ট্রি ও অ্যানুয়াল ফি: বেশিরভাগ ক্রেডিট কার্ডের জন্য কানেকশন ফি এবং একটি বার্ষিক চার্জ লাগে। কানেকশন বা ফিতে এককালীন টাকা দিতে হয়। যেখানে বার্ষিক চার্জ প্রতি বছর-বছর লাগে।
কার্ড চুরি হলে ফি: অনেক ক্ষেত্রে কার্ড হারিয়ে বা চুরি হয়ে গেলে কোম্পানিগুলি একটি নতুন কার্ড ইস্যু করার জন্য একটি ফি নেয়৷ যা না হলে ব্যাঙ্ক আপনাকে কার্ড ইস্যু করতে পারবে না।
বিল না দিলে চার্জ: আপনি যদি আপনার ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ শোধ না করেন, তাহলে ব্যাঙ্ক অবশিষ্ট ব্যালেন্সের উপর ফিনান্স চার্জ করে। সেই কারণেএই চার্জগুলি এড়াতে পুরো বিলটি জমা করা উচিত।
ক্যাশ ইন অ্যাডভান্স ফি: আপনি যখন আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে এটিএম থেকে নগদ টাকা তোলেন তখন এই ফি ক্রেডিট কার্ড কোম্পানি বা ব্যাঙ্ক চার্জ করে।
বিদেশে লেনদেনের ফি: আপনি বিদেশে লেনদেনের জন্য আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করলে কার্ড কোম্পানিগুলি একটি ফরেক্স মার্কআপ ফি নিয়ে থাকে। এগুলি জেনে তবেই আপনার ক্রেডিট কার্ড নেওয়া উচিত।
HDFC Bank-এর ক্রেডিট কার্ড থাকলে অবশ্যই জানা উচিত এই বিষয়ে। কারণ ,দেশের বৃহত্তম ব্যাঙ্ক তার কোটি কোটি ক্রেডিট কার্ড (Credit Card) হোল্ডারদের ক্রেডিট কার্ড চার্জ নিয়ে নতুন ঘোষণা করেছে। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড হোল্ডাররা যদি ক্রেড, চেক, মোবিকুইক, ফ্রিচার্জের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে তাদের ভাড়া পরিশোধ করে, তাহলে লেনদেন ফি হিসাবে 1 শতাংশ চার্জ করা হবে। এই চার্জ প্রতি লেনদেন সর্বোচ্চ 3,000 টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন : LPG News Update: E-KYC না করালে পাবেন না রান্নার গ্যাস ? উত্তরে এই বললেন মন্ত্রী