![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bitcoin Currency India: বিটকয়েনকে এখনই ডিজিটাল মুদ্রার স্বীকৃতি নয়, লোকসভায় জানাল অর্থমন্ত্রক
এদিন অধিবেশনের শুরুতে অর্থ মন্ত্রকের তরফে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, ভারত সরকার বিটকয়েন (Bitcoin) লেনদেনের তথ্য সংগ্রহ করে না।
![Bitcoin Currency India: বিটকয়েনকে এখনই ডিজিটাল মুদ্রার স্বীকৃতি নয়, লোকসভায় জানাল অর্থমন্ত্রক Cryptocurrency Latest News: No proposal to recognise Bitcoin crypto currency in India- Ministry of Finance, Lok Sabha Bitcoin Currency India: বিটকয়েনকে এখনই ডিজিটাল মুদ্রার স্বীকৃতি নয়, লোকসভায় জানাল অর্থমন্ত্রক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/29/436a7c9526ca3ea4127f7caf72d230de_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: ভারতে (India) ক্রিপ্টোকারেন্সির (Cryptocurrency) বাজার কী হতে চলেছে তা নিয়ে সংশয় ছিল। লোকসভার (Loksabha) শীতকালীন অধিবেশনে 'The Cryptocurrency & Regulation of Official Digital Currency Bill, 2021' পেশ করবে তা আগেই জানিয়েছিল। এদিন অধিবেশনের শুরুতে অর্থ মন্ত্রকের তরফে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়, ভারত সরকার বিটকয়েন (Bitcoin) লেনদেনের তথ্য সংগ্রহ করে না। দেশে বিটকয়েনকে মুদ্রা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব নেওয়া হচ্ছে না এখনই।
জল্পনা ছিল এই বিলের মাধ্যমে সব বেসরকারি ক্রিপ্টোকারেন্সিকে ভারতে নিষিদ্ধ করা হবে। এই ক্রিপ্টোকারেন্সি নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন নরেন্দ্র মোদি।
ক্রিপ্টোকারেন্সি নিয়ে হাই লেভেল মিটিংয়ের পরই দ্রুত ব্যবস্থার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী ২৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন। সেখানে আগেই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা দিয়েছে সরকার। সেই মতোই ক্রিপ্টো বিল নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় অর্থমন্ত্রক।
রিপোর্ট বলছে, ভারতে রিজার্ভ ব্যাঙ্কের অধীনে ডিজিটাল অফিশিয়াল কারেন্সি নিয়ে আসবে সরকার। সব ধরনের বেসরকারি ক্রিপ্টো কারেন্সি নিষিদ্ধ করা হবে ভারতে। তবে টেকনোলজির উন্নতি সাধনে কিছু ক্ষেত্রে ক্রিপ্টো ব্যবহারে ছাড় দেওয়া হতে পারে। মূলত, ক্রিপ্টো কারেন্সির নেতিবাচক দিকের কথা ভেবেই এই বিল আনার সিদ্ধান্ত নিয়েচে সরকার। এর আগেও ক্রিপ্টো নিয়ে সরাসরি বিনিয়োগকারীদের সতর্ক করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)।
দেশের বর্তমান অর্থ ব্যবস্থা বলছে, ক্রিপ্টো কারেন্সি নিয়ে বিজ্ঞাপন করছে বেশ কিছু বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান। যার ফলে বেশি লাভের আশায় এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করছেন অনেকেই। যদিও সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এই ডিজিচাল মুদ্রায় লগ্নি করতে বারণ করছে সরকার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)