7th Pay Commission: করোনাকালের ১৮ মাসের ডিএ দেবে সরকার ? সংসদে এই জানালেন মন্ত্রী
Dearness Allowance: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও এরিয়ার বাকি পড়েছিল ১৮ মাস। এবার সেই বকেয়া ডিএ কি দিতে পারে সরকার ?
Dearness Allowance: কোভিডকালে সরকারের রাজকোষ বাঁচাতে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ ছাড়াও এরিয়ার বাকি পড়েছিল ১৮ মাস। এবার সেই বকেয়া ডিএ কি দিতে পারে সরকার ? সংসদে এই প্রশ্নের উত্তরে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী।
7th Pay Commission: সংসদে উঠেছে এই প্রশ্ন
সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উঠেছে এই প্রশ্ন। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া দেওয়া নিয়েই লোকসভায় সরব হয়েছেন অনেকেই। করোনার সময় কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের মহার্ঘ ভাতা বন্ধ করে সরকার। অদূর ভবিষ্যতে তা দেওয়ার কোনও পরিকল্পনা আছে কি না তা জানতে চাওয়া হয় সরকারের কাছে। এই প্রশ্নে অবস্থান স্পষ্ট করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, বকেয়া ডিএ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।
Dearness Allowance: সরকার বকেয়া দেওয়ার বিষয়ে কী বলেছে ?
সংসদে এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিত উত্তর দিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা ও এরিয়ারের তিন কিস্তির বকেয়া দেওয়ার কোনও পরিকল্পনা নেই সরকারের। তিনি জানান, করোনা মহামারীর কারণে সরকার অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই কারণে ১ জানুয়ারি ২০২০, ১ জুলাই ২০২০ ও ১ জানুয়ারি ২০২১ তারিখের মহার্ঘ ভাতা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় সরকারের ওপর আর্থিক বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
7th Pay Commission: কর্মচারী-পেনশনভোগীদের বকেয়া বেতনের দাবি
বর্তমানে কেন্দ্রীয় কর্মীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। কেন্দ্রীয় কর্মীরা ১৮ মাসের বকেয়া বেতনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু সরকারের সর্বশেষ উত্তর সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় ধাক্কা দিয়েছে। যদিও কর্মচারীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারের কাছে ১৮ মাসের ডিএ বকেয়া দাবি করে আসছেন।
7th Pay Commission: সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে
বর্তমানে ২.৫৭ শতাংশের ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন দেওয়া হয়। এটি ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের আওতায় দীর্ঘদিন ধরেই এটি বাড়ানোর দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ৩ দশমিক ৬৮ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন : LIC Adani Debt: আদানিকে কত ঋণ দিয়েছে LIC ? সংসদে মুখ খুলল সরকার ?