Dividend Stocks: FD বা PPF-এর থেকেও মিলবে বেশি রিটার্ন, এই ৫ স্টক কেনা থাকলে পাবেন নিশ্চিত আয়ের সুযোগ
Smallcap Stock: এমন কিছু কিছু স্টক আছে যেগুলির ডিভিডেন্ড ইল্ড অনেক বেশি, ৮ শতাংশ বা তারও বেশি। ফলে এই স্টক কেনা থাকলে স্টকের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বছর বছর পাবেন ডিভিডেন্ডের লাভও।

Stock Market: ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট কিংবা পিপিএফে বিনিয়োগের মাধ্যমে যেমন বার্ষিক হারে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়, স্টকে বিনিয়োগে সেভাবে নিশ্চিত কিছু বলা যায় না। বিনিয়োগকৃত টাকা বাড়তেও পারে আবার কমতেও পারে। একটি উপায়ে স্টকেও (Dividend Stocks) কিছুটা নিশ্চিত আয়ের সুযোগ থাকে, তা হল ডিভিডেন্ড। বেশ কিছু সংস্থা তাদের বার্ষিক মুনাফার একটি অংশ ভাগ করে দেয় তাদের শেয়ারহোল্ডারদের মধ্যে, সেটিকেই ডিভিডেন্ড বলে। অনেকে শেয়ারের দাম বেড়ে গেলে সেটি বেচে মুনাফা করে নেয়, কেউ কেউ আবার শেয়ারের (Smallcap Stocks) এই ডিভিডেন্ড থেকেই নিশ্চিত আয়ের রাস্তা খুঁজে নেন। এটি আদপে একটি বাড়তি আয়ের রাস্তা বলা চলে।
এমন কিছু কিছু স্টক আছে যেগুলির ডিভিডেন্ড ইল্ড অনেক বেশি, ৮ শতাংশ বা তারও বেশি। ফলে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট কিংবা পিপিএফ অ্যাকাউন্টে আপনি যেখানে সর্বোচ্চ ৭.৫০ শতাংশ সুদ পান, এখানে ডিভিডেন্ডের মাধ্যমেই এর থেকে বেশি আয় করতে পারেন আপনি। অ্যাক্সিস সিকিউরিটিজ ব্রোকারেজ ফার্মের অনুমোদন অনুসারে, অ্যাস্টার ডিএম হেলথকেয়ার, এমএসটিসি, চেন্নাই পেট্রোলিয়াম, ডিবি কর্পোরেশন, অ্যালকার্গো লজিস্টিকস ইত্যাদি স্মলক্যাপ সংস্থায় ৮ থেকে ২৬ শতাংশ পর্যন্ত ডিভিডেন্ড ইল্ড রয়েছে বলে জানা গিয়েছে বিগত এক বছরে।
Aster DM Healthcare
এই স্টকের দাম এখন এক বছরে ২ শতাংশ কমে গিয়েছে, কিন্তু বিগত এক বছরে এই স্টকে ২৬ শতাংশ হারে ডিভিডেন্ড মিলেছে। শেয়ার পিছু ১২৪ টাকা ডিভিডেন্ড দিয়েছে এই স্টক।
MSTC Limited
ই-কমার্স সেক্টরের এই স্টকে গত এক বছরে ৪৫.৫ টাকা প্রতি শেয়ার হারে ডিভিডেন্ড দিয়েছে। এখন এই শেয়ারের দাম চলছে ৪৭৯ টাকা, ফলে সেই হিসেবে ডিভিডেন্ড ইল্ড রয়েছে ১০ শতাংশ। তবে বিএসইর তথ্য অনুসারে এই স্টকে বিনিয়োগকারীদের সম্পদ গত এক বছরে ৪৪ শতাংশ বেড়ে গিয়েছে।
Chennai Petroleum Corporation
এই স্মলক্যাপ সংস্থার স্টকে ডিভিডেন্ড ইল্ড রয়েছে ৯ শতাংশ। গ্যাস সেক্টরের এই স্টক গত এক বছরে শেয়ার পিছু ৫৫ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে। আর বিগত ২ বছরে এই স্টকের দাম বেড়েছে ১৪৫ শতাংশ।
D.B. Corp
এটিও ৯ শতাংশ ডিভিডেন্ড ইল্ড দেয়। গত এক বছরে শেয়ার পিছু ২০ টাকা করে ডিভিডেন্ড দিয়েছে এই স্টক।
Allcargo Logistics
গত ১২ মাসে এই স্মলক্যাপ স্টকে শেয়ার পিছু ২.১ টাকা হারে ডিভিডেন্ড দিয়েছে যেখানে এই সংস্থার ডিভিডেন্ড ইল্ড রয়েছে ৮ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
