US-Pakistan Trade Deal: ভারতকে ‘শুল্ক-শাস্তি’ দিয়ে পাকিস্তানের সঙ্গে চুক্তি ট্রাম্পের, তাচ্ছিল্যের সুরে লিখলেন...
Donald Trump's Pakistan Deal: বুধবার ভারতের ঘাড়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প।

নয়াদিল্লি: ভারতের উপর চড়া হারে শুল্ক চাপানোর ঘোষণা করেছেন। রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ায় জরিমানা দিতে হবে বলেও জানিয়েছেন। কিন্তু বাণিজ্যশুল্ক নিয়ে ভারতের প্রতি কড়া অবস্থান নিলেও, পাকিস্তানের প্রতি সদয় হলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের সঙ্গে নয়া বাণিজ্যচুক্তির ঘোষণা করলেন তিনি। জানালেন, পাকিস্তানে বিরাট তৈল সংরক্ষণ প্রকল্প গড়বে আমেরিকা। (US-Pakistan Trade Deal)
বুধবার ভারতের ঘাড়ে ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা করেন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাওয়ার মাশুল হিসেবে জরিমানা বা পেনাল্টি দিতে হবে বলেও জানান। আর তার ঠিক পর পরই পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তির ঘোষণা করলেন ট্রাম্প। জানিয়েছেন, তৈল সম্পদ উন্নয়নে পাকিস্তানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে আমেরিকা। সেখানেই থামেননি ট্রাম্প। ভারতকে খোঁচা দিয়ে বলেন, ‘হতে পারে একদিন পাকিস্তানই ভারতকে তেল বিক্রি করবে’। (Donald Trump's Pakistan Deal)
Many people in India were praying, fasting for @realDonaldTrump to win the presidential election.
— Jatin Gupta (@NeuralJatin) July 31, 2025
Now Trump says that #USA will work with #Pakistan to find oil reserves.
He has imposed a penalty on India and is working with Pakistan.
Thank You @DrSJaishankar for your diplomacy. pic.twitter.com/INFG1dM6dR
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তির ঘোষণা করেন ট্রাম্প। তিনি লেখেন, ‘পাকিস্তানের সঙ্গে এইমাত্র চুক্তি সম্পাদিত হল। বিরাট তৈল সম্পদ সংরক্ষণে কাঁধে কাঁধে মিলিয়ে পাকিস্তানের সঙ্গে কাজ করবে আমেরিকা। এই চুক্তির নেতৃত্বে কোন সংস্থা থাকবে, তা শীঘ্রই ঠিক হয়ে যাবে। কে বলতে পারে, হতে পারে, একদিন ভারতকে তেল বিক্রি করবে পাকিস্তান’।
পাকিস্তানের সঙ্গে চুক্তির ঘোষণা করলেও, সেই নিয়ে বিশদ তথ্য খোলসা করেননি তিনি। তবে ট্রাম্পের পর পর ঘোষণায় উদ্বেগ ছড়িয়েছে ভারতে। ১ অগাস্ট থেকে ভারতীয় পণ্যের উপর চড়া হাকে শুল্ক চাপানো হলে, দেশের ব্যবসায়ীরা বিপুল ক্ষতির মুখে পড়বেন বলে মনে করা হচ্ছে। এমনকি যে জরিমানার ঘোষণা করেছেন ট্রাম্প, তাতে দেশের অর্থনীতির ক্ষতি হবে বলে আশঙ্কা। পাকিস্তানের সঙ্গে আমেরিকার চুক্তি নিয়েও কাটাছেঁড়া শুরু হয়েছে। নরেন্দ্র মোদি সরকারের বিদেশ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।
⦁ The main issue that India is facing today is that the Modi government has destroyed our economic policy, defense policy, and foreign policy. They are running this country into the ground.
— Congress (@INCIndia) July 31, 2025
प्रधानमंत्री सिर्फ एक ही व्यक्ति के लिए काम करते हैं- अडानी।
इन लोगों ने सारे के सारे… pic.twitter.com/uj4cAfEJXZ
কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী বলেন, "প্রধানমন্ত্রী একজনের জন্য কাজ করেন, গৌতম আদানির জন্য। ছোট ব্যবসায়ীরা শেষ হয়ে যাচ্ছেন। ভারতের অর্থনীতির মৃত্যু ঘটেছে, তা সকলেই জানেন। প্রেসিডেন্ট ট্রাম্প সেই কথাই বলেছেন। বিজেপি দেশের অর্থনীতি শেষ করে দিয়েছে। আদানিকে সাহায্য় করতে শেষ করে দেওয়া হয়েছে দেশের অর্থনীতিকে। আমাদের বিদেশনীতি, প্রতিরক্ষানীতি, অর্থনৈতিক নীতি, সব ধ্বংস করে ফেলেছে এই সরকার। এই চুক্তি হবে, ট্রাম্প নীতি ঠিক করবেন, আর তা মানতে বাধ্য হবেন নরেন্দ্র মোদি।"
US signs oil deal with Pakistan and @realDonaldTrump mocks: “Who knows Pakistan may be selling oil to India one day.” Howdy Modi, Namaste Trump, “my friend Doland” being exposed on a daily basis. Awaiting response from @narendramodi Ji pic.twitter.com/g9B9MHlIlK
— Sagarika Ghose (@sagarikaghose) July 31, 2025
ট্রাম্পের ঘোষণার পর তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ লেখেন, 'পাকিস্তানের সঙ্গে তৈল চুক্তি করেছে আমেরিকা। ট্রাম্প ভারতকে তাচ্ছিল্য করে বলেছেন, 'হতে পারে একদিন পাকিস্তান ভারতকে তেল বিক্রি করবে'। হাউডি মোদি, নমস্তে ট্রাম্প, 'মাই ফ্রেন্ড ডোলান্ড', রোজ পর্দাফাঁস হচ্ছে। নরেন্দ্র মোদিজির প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি'।






















