Bonus Share: বিনামূল্যে শেয়ার দিতে পারে এই সংস্থা, ১৪ অক্টোবর জানাবে সিদ্ধান্ত
EaseMyTrip Share Price: এই পুজোর মরশুমে শেয়ারহোল্ডারদের একটি বড় উপহার দিতে চলেছে এই সংস্থা। বোনাস শেয়ারের ঘোষণা করতে পারে এই সংস্থা। আর খবর পেতেই দাম বাড়ছে ইজমাইট্রিপের শেয়ারের।
EaseMyTrip Share: ইজি ট্রিপ প্ল্যানারস লিমিটেড সংস্থা একটি অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম যা মূলত ইজমাইট্রিপ ডট কম নামের ওয়েবসাইটের (EaseMyTrip Share) মাধ্যমে পরিচালিত হয়। এই পুজোর মরশুমে শেয়ারহোল্ডারদের একটি বড় উপহার দিতে চলেছে এই সংস্থা। বোনাস শেয়ারের ঘোষণা করতে পারে এই সংস্থা। আগামী ১৪ অক্টোবর আয়োজিত হবে এই সংস্থার বোর্ড বৈঠক আর সেখানেই সিদ্ধান্ত হবে এই বোনাস শেয়ারের (Bonus Share) ব্যাপারে। এই বৈঠকেই বোনাস শেয়ারের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থা।
স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি ফাইলিংয়ে জানানো হয়েছে, ইজ মাই ট্রিপ প্ল্যানার্স লিমিটেড সংস্থা সেবির কাছে বোর্ড মিটিং আয়োজনের তথ্য জানিয়েছে। আগামী ১৪ অক্টোবর সোমবার দুপুর ১টার সময় এই বোর্ড মিটিং আয়োজিত হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী সংস্থা জানিয়েছে এই বৈঠকের অ্যাজেন্ডা অনুযায়ী শেয়ারহোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে এদিন আর এই খবরে ইজমাইট্রিপের শেয়ারের দাম গতকাল বুধবার ৩.৭৭ শতাংশ লাফিয়ে ৩৪.০৯ টাকায় বন্ধ হয়।
বিগত কয়েক বছরে বিপুল ক্ষতি হয়েছে এই সংস্থার শেয়ারে, বিনিয়োগকারীরা হতাশ হয়েছেন। ২০২১ সালে বাজারে তালিকাভুক্ত হওয়ার পরে যে বিপুল মুনাফা এসেছিল এই শেয়ারে ২০২৪ সালে এই স্টকেই ১৬ শতাংশ দাম পড়ে যায়। ২ বছরে ৩৩ শতাংশ পড়ে গিয়েছে এই স্টকের দাম।
শেষ সপ্তাহে ইজমাইট্রিপ ফের ঘোষণা করেছে যে তারা মলদ্বীপের জন্য বুকিং নেওয়া শুরু করেছেন। এই সংস্থার বক্তব্য অনুসারে ভারত ও মলদ্বীপের সম্পর্কের উন্নতি ঘটার সঙ্গে সঙ্গেই এই বুকিং চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে এই বছরের শুরুতে লাক্ষাদ্বীপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভ্রমণ নিয়ে মলদ্বীপের বেশ কিছু মন্ত্রীর বিরূপ কটূ মন্তব্যের কারণে সম্পর্কের অবনতি হয়েছিল দুই দেশেই। ভারতের সমস্ত সংস্থা মলদ্বীপকে বয়কটের ডাক দিয়েছিল। এর মধ্যে ছিল ইজমাইট্রিপও। সমস্ত বিমানের বুকিং বাতিল করেছিল ইজমাইট্রিপ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Tata Stocks: টাটা গ্রুপের এই স্টকগুলিতে ১১ শতাংশ পর্যন্ত মুনাফা আজ, গতি এনেছে বাজারে