EPFO Rules: চাকরি ছাড়ার পর নিষ্ক্রিয় হয়ে গেছে EPFO অ্যাকাউন্ট ! জেনে নিন পিএফ-এর বিশেষ নিয়ম
EPF Account: বহু বছর চাকরি করলেও অনেকেই জানেন না এই বিশেষ বিষয়। চাকরি ছাড়ার পরেই অনেক সময় প্রভিডেন্ট ফান্ডের এই বিষয়টি নজরে আসে তাদের।
EPF Account: বহু বছর চাকরি করলেও অনেকই জানেন না এই বিশেষ বিষয়। চাকরি ছাড়ার পরেই অনেক সময় প্রভিডেন্ট ফান্ডের এই বিষয়টি নজরে আসে তাদের।
EPFO Rules: তিন বছর হলেই করুন এই কাজ
বেসরকারি ক্ষেত্রের কর্মীরা সময়ে সময়ে তাদের চাকরি পরিবর্তন করতে থাকেন। চাকরি ছাড়ার কারণে পিএফ অ্যাকাউন্টে তাদের ভাগ বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্রে এই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায়। এর সঙ্গে অ্যাকাউন্টে জমা অর্থের উপর প্রাপ্ত সুদও করযোগ্য আয় হিসাবে রূপান্তরিত হয়।এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে পিএফ অ্যাকাউন্ট থেকে যেকোনও ধরনের টাকা তোলার পরামর্শ দেন। এটি আপনাকে দ্বিগুণ ক্ষতি থেকে রক্ষা করবে।
PF অ্যাকাউন্ট কখন নিষ্ক্রিয় হয়ে যায় ?
একজন ব্যক্তি চাকরি ছেড়ে দেওয়ার ৩৬ মাস অর্থাৎ ৩ বছর পর্যন্ত কোনও ধরনের লেনদেন না করলে, সেই অ্যাকাউন্টটি EPFO নিষ্ক্রিয় অ্যাকাউন্ট হিসাবে ধরে নেয়। তবে মনে রাখবেন ৫৫ বছর পর্যন্ত দেখার পরই এই অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় ঘোষণা করা হয়। এই ক্ষেত্রে আপনি বড় ক্ষতির মুখোমুখি হতে পারেন। অ্যাকাউন্টটিকে নিষ্ক্রিয় হওয়া থেকে বাঁচাতে আপনাকে অবশ্যই ৩ বছরের মাঝামাঝি একবার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বিভাগে গণ্য হবে না।
EPFO Rules: নিষ্ক্রিয় অ্যাকাউন্টের জন্য দিতে হবে ট্যাক্স
পিএফ অ্যাকাউন্টের নিয়ম অনুসারে, যদি কোনও অ্যাকাউন্টে ৩ বছর ধরে কোনও লেনদেন না হয়, তবে আপনাকে এই অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় ক্যাটাগরিতে রাখা হবে। এর পরেও আপনি জমা করা অর্থের উপর সুদ পেলে, আপনাকে সেই অর্থের উপর কর দিতে হবে। এর পরেও, ৭ বছর ধরে এই অর্থ দাবি না করার ক্ষেত্রে, এই অর্থগুলি সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে (SCWF) পাঠানো হয়। আপনি সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ড থেকে ক্লেইম করে ২৫ বছরের মধ্যে এই টাকা ফেরত পেতে পারেন।
আরও পড়ুন : ITR Filing: ৫০০০ টাকা জরিমানার সঙ্গে বাড়বে সমস্যা, ৩১ জুলাইয়ের মধ্যে করতে হবে এই কাজ