Financial Changes: বিনামূল্যেই ১ কোটি টাকার বিমা পেতেন গ্রাহকরা, ১ অগাস্ট থেকেই এই পরিষেবা বন্ধ হল ব্যাঙ্কগুলিতে
Financial Changes From August 1: সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে বর্তমানে প্রদত্ত বিমান দুর্ঘটনার কভারেজ বন্ধ করে দেবে।

Financial Rules: ১ অগাস্ট ২০২৫ থেকেই বেশ কিছু আর্থিক নিয়ম-কানুন বদলে যাচ্ছে। অর্থাৎ আজ থেকেই বেশ কিছু আর্থিক নিয়মে আসবে বদল। এর মধ্যে ডিজিটাল পেমেন্ট থেকে শুরু করে ক্রেডিট কার্ড, ট্রেডিং বাজারের সময়কাল সহ আরও বেশ কিছু নিয়মে বদল এসেছে। আগে থেকে এই নিয়মগুলি না জানলে আপনি সমস্যা পড়তে পারেন। এর মধ্যে এমনও কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলির সরাসরি প্রভাব পড়বে আপনার জীবনে।
প্রথমত ইউপিআই-এর ক্ষেত্রে বেশ কিছু বদল আসছে আজ থেকেই। এর মধ্যে রয়েছে দিনে সর্বোচ্চ ৫০ বার দেখা যাবে ব্যালান্স, এর বেশি হলেই কাটা হবে চার্জ। ইউপিআই অটোপে লেনদেনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। ট্রানসাকশন স্ট্যাটাস চেক করার জন্য ৯০ সেকেন্ড অন্তর মাত্র ৩ বার তা যাচাই করা যাবে। অন্যদিকে রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম অনুসারে কল মানি মার্কেটে ট্রেডিং সময় আরও খানিক বাড়ানো হয়েছে। ১ জুলাই থেকে এই সময়সীমা করা হয়েছিল সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। তবে এবার অগাস্ট ১ তারিখ থেকে এই নিয়ম বদলে হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।
১ কোটি টাকার বিমার সুবিধে বন্ধ
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে যে তারা বেশ কয়েকটি কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে বর্তমানে প্রদত্ত বিমান দুর্ঘটনার কভারেজ বন্ধ করে দেবে। এই বিমা কভারেজের কোনও টাকা দিতে হত না আলাদা করে। বিনামূল্যেই এতদিন গ্রাহকরা পেতেন ১ কোটি টাকার বিমা কভারেজ। এই পরিবর্তনের ফলে একাধিক পার্টনার ব্যাঙ্কের এলিট ও প্রাইম গ্রাহকরা অসুবিধেয় পড়বেন। নিচে উল্লিখিত কার্ডগুলিতে আর মিলবে না বিনামূল্যের ১ কোটি টাকার বিমান দুর্ঘটনার কভারেজ।
UCO Bank SBI Card ELITE
Central Bank of India SBI Card ELITE
PSB SBI Card ELITE
KVB SBI Card ELITE
KVB SBI Signature Card
Allahabad Bank SBI Card ELITE
৫০ লক্ষ টাকার বিমা কভারেজও বন্ধ
এছাড়াও বেশ কিছু ক্রেডিট কার্ডে এতদিন বিনামূল্যেই ৫০ লক্ষ টাকার বিমান দুর্ঘটনার কভারেজ পাওয়া যেত। এবার থেকে ব্যাঙ্কগুলি এই সুবিধেও বন্ধ করে দিচ্ছে। ১ অগাস্ট থেকেই আর মিলবে না এই পরিষেবাগুলি।
UCO Bank SBI Card PRIME
Central Bank of India SBI Card PRIME
PSB SBI Card PRIME
KVB SBI Card PRIME
Karur Vysya Bank SBI Platinum Credit Card
South Indian Bank SBI Card PRIME
South Indian Bank SBI Platinum Credit Card
আরো কিছু কিছু কার্ডে এই সুবিধে বন্ধ হয়ে গিয়েছে। আজ থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও আবার খানিক কমে গিয়েছে সারা দেশেই। ফলে খানিক স্বস্তি মিলেছে দৈনন্দিন খরচের তালিকা থেকে।






















