Gautam Adani : সুুপ্রিম-স্বস্তি মিলেছে আগেই, মুকেশ আম্বানিকে টপকে এবার এশিয়ার সবথেকে ধনী গৌতম আদানি
Asia's Richest Man: Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে।
নয়াদিল্লি : আদানি-হিন্ডেনবার্গ বিবাদে বুধবারই সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি মিলেছে। এবার এল সাফল্যের খতিয়ান। এই মুহূর্তে এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। গত বছর হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর থেকে বিপুল লোকসানের মুখে পড়ে কোম্পানি। জানুয়ারিতে এক লপ্তে সামগ্রিক অর্থের ৩৪ শতাংশের বেশি খুইয়ে ফেলেন গৌতম আদানি। যদিও ফের স্বমহিমায় আদানি গ্রুপের চেয়ারম্যান।
Reliance Industries-এর চেয়ারম্যান মুকেশ আম্বানিকে টপকে ভারত ও এশিয়ার সবথেকে ধনী ব্যক্তি এখন গৌতম আদানি। Bloomberg Index এই তথ্য সামনে এনেছে। Bloomberg-এর Global Billionaires Index-এ এই মুহূর্তে আদানি রয়েছেন ১২ নম্বর স্থানে, অন্যদিকে আম্বানি রয়েছেন তাঁর পরেই অর্থাৎ ত্রয়োদশ স্থানে।
আজ ৫ জানুয়ারি দাঁড়িয়ে গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ৯৭.৬ বিলিয়ন ডলার। এক ধাপ নীচে থাকা মুকেশ আম্বানির রয়েছে, ৯৭ বিলিয়ন ডলারের সম্পত্তি। এই অর্থবর্ষে ভারতে আর্থিকভাবে লাভবানদের মধ্যে অন্য়তমও আদানি। এর আগে জিন্দাল স্টিলের সাবিত্রী জিন্দাল ছিলেন আর্থিকভাবে সর্বাধিক লাভবান, তাঁকে পরে পেছনে ফেলে দেন মুকেশ আম্বানি। কিন্তু, ২০২৩-এ জায়গা ফিরে পান আদানি।
সুপ্রিম কোর্টের আদানি-হিন্ডেনবার্গ মামলায় রায়-
আদানি-হিন্ডেনবার্গ মামলায় (Adani-Hindenburg Case) আপাত স্বস্তি মিলেছে আদানি গোষ্ঠীর (Adani Group)। বুধবার এই মামলার রায়ে শীর্ষ আদালত (Supreme Court) বলে, 'SEBI থেকে SIT-তে এই মামলা স্থানান্তর করার কোনও ভিত্তি নেই।' তবে এই মামলার সঙ্গে জড়িত বাকি কেস তিন মাসের মধ্যে সম্পূর্ণ করতে বলেছে সুপ্রিম কোর্ট।
কী বলেছে শীর্ষ আদালত
সুপ্রিম কোর্ট আদানি গোষ্ঠীর উপর ওসিসিআরপি রিপোর্ট সম্পর্কে বলেছে, ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি-র তদন্তকে সন্দেহ করার প্রয়োজন নেই। তাই সেবি থেকে এসআইটিতে এই তদন্ত স্থানান্তর করার কোনও ভিত্তি নেই। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ ভারতীয় কর্পোরেট জায়ান্ট আদানি-হিন্ডেনবার্গ দ্বন্দ্বের পিটিশনের ভিত্তিতে এই রায় ঘোষণা করে। সুপ্রিম কোর্ট তার রায়ে উল্লেখ করে বলে, OCCPR রিপোর্টের ওপর নির্ভরতা ঠিক নয়। কোনও তদন্ত ছাড়াই তৃতীয় পক্ষের সংস্থার প্রতিবেদনেকে ভিত্তি হিসাবে ধরা যায় না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।